Advertisement
Advertisement
Rishabh Pant

বিরাটের ‘যোগ্য উত্তরসূরি’ শুভমান গিলই, ইংল্যান্ড সিরিজের প্রথম একাদশ ফাঁস করলেন পন্থ!

২০ জুন থেকে শুরু হচ্ছে পাঁচ টেস্টের সিরিজ।

Rishabh Pant open up on India batting order before England series
Published by: Anwesha Adhikary
  • Posted:June 18, 2025 7:57 pm
  • Updated:June 18, 2025 7:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির ‘যোগ্য উত্তরসূরি’ শুভমান গিলই। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর ঠিক আগেই এই কথা ঘোষণা করলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আসন্ন সিরিজে কেমন ব্যাটিং অর্ডার নিয়ে নামতে চলেছে ভারত। উল্লেখ্য, বিরাট-রোহিতের অবসরের পর ইংল্যান্ডের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া।

Advertisement

২০ জুন থেকে শুরু হচ্ছে পাঁচ টেস্টের সিরিজ। তার দু’দিন আগে সাংবাদিকদের মুখোমুখি হন পন্থ। সেখানেই তিনি বলেন, “চার নম্বরেই নামবে শুভমান। আর আমি খেলব পাঁচে। তিনে কে ব্যাট করবে সেটা এখনও ঠিক হয়নি। তবে সেটাও আমরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলব।” উল্লেখ্য, শচীন তেণ্ডুলকর অবসর নেওয়ার পর চার নম্বরে ব্যাট করতেন বিরাট। এবার তিনি অবসর নেওয়ার পরে সেই শূন্যস্থানে আসবেন গিল। টেস্ট কেরিয়ারের শুরুতে ওপেন করতেন তিনি। পরে তাঁকে নামানো হয় তিনে। এবার চার নম্বরে ব্যাট করবেন ভারতের টেস্ট অধিনায়ক।

প্রসঙ্গত, অধিনায়ক হিসাবে শুভমান গিলের এটাই প্রথম দায়িত্ব! কাজটা যে সহজ হবে না, সেটা কমবেশি সকলেরই জানা। এহেন পরিস্থিতিতে দীনেশ কার্তিক বলেন, শুভমান গিল বুঝতেই পারছেন না ওর কাজটা কতটা কঠিন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে, শুভমান সিংহের গুহায় প্রবেশ করতে চলেছেন। কারণ যে কোনও ক্রিকেট খেলিয়ে দেশের জন্যই ইংল্যান্ডে ক্রিকেট খেলতে যাওয়াটা খুব কঠিন কাজ।

ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামী শুক্রবার, লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। এই সিরিজের আগে এমনিই পাহাড়প্রমাণ চাপে গিলের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল। নেতৃত্বের চাপ সামলে নতুন ব্যাটিং অর্ডারে কি মানিয়ে নিতে পারবেন শুভমান?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ