Advertisement
Advertisement
Rishabh Pant

আম্পায়ারের দিকে বল ছুড়ে নির্বাসনের মুখে পন্থ? কী বলছে আইসিসি’র নিয়ম

এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Rishabh Pant punished for throwing the ball at the umpire? What do the ICC rules say?

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:June 23, 2025 12:52 pm
  • Updated:June 23, 2025 3:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে বিতর্কে জড়িয়েছেন তিনি। এর ফলে কি বড়সড় শাস্তির কবলে পড়তে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)? দ্বিতীয় টেস্টে কি তাঁকে ছাড়াই প্রথম একাদশ ঘোষণা করতে হবে টিম ইন্ডিয়াকে? এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

হেডিংলিতে তৃতীয় টেস্ট চলাকালীন বল বদলের জন্য আম্পায়ারকে অনুরোধ করেন পন্থ। কিন্তু আম্পায়ার বল পরীক্ষা করে জানান, কোনও সমস্যা নেই। এই ঘটনা মন থেকে মেনে নিতে না পেরে বলটি ফেরত না দিয়ে রাগের মাথায় তা ছুড়ে দেন চলতি টেস্টে সেঞ্চুরি হাঁকানো ব্যাটার। তাঁর কাণ্ড দেখে অবাক হয়ে যান ফিল্ড আম্পায়ার পল রাইফেল নিজেও। এই ঘটনায় কতটা কড়া শাস্তি হতে পারে ভারতীয় উইকেটরক্ষকের?

কী বলছে আইসিসি’র নিয়ম? ২.৮ ধারা অনুসারে, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কেউ অসম্মতি জানালে তা অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। যা লেভেল ১ বা লেভেল ২ অপরাধ। এক্ষেত্রে কোনও ক্রিকেটারের ম্যাচ ফি’র সর্বাধিক ৫০ শতাংশ কেটে নেওয়া হতে পারে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হতে পারে তাঁকে। পাশাপাশি পন্থের বিরুদ্ধে লেভেল ২ অপরাধ প্রমাণিত হলে তাঁকে একটা টেস্টে নির্বাসিতও করা হতে পারে। এখানেই শেষ নয়, আইসিসি’র ২.৯ ধারায় রয়েছে বল ছুড়ে মারার উপর বিধান। এটিও আচরণবিধি লঙ্ঘনের উপর পড়ে। এক্ষেত্রেও ২.৮ ধারার মতো একইভাবে শাস্তির কবলে পড়তে পারেন পন্থ।

এখন দেখার, আম্পায়ারকে পন্থের বিরুদ্ধে কোনও রিপোর্ট জমা দেন কিনা ম্যাচ রেফারি। ভারতীয় উইকেটরক্ষককে কোনও শাস্তি দেওয়া হবে কিনা, এ ব্যাপারে বিসিসিআই, ইসিবি বা আইসিসি এখনও কিছু বিবৃতি দেয়নি। তবে, হাসিখুশি স্বভাবের পন্থের এহেন আচরণে রীতিমতো ‘অবাক’ ক্রিকেটবিশ্ব। যার জেরে তিনি শাস্তি পেলে ফল ভুগতে হবে টিম ইন্ডিয়াকেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement