সন্দীপন বন্দ্যোপাধ্যায়, ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বুধবার ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন পায়ে চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই জানা গেল, পন্থের পায়ের পাতা ভেঙেছে। আগামী ৬ সপ্তাহের জন্য তিনি মাঠে নামতে পারবেন না। উল্লেখ্য, ম্যাঞ্চেস্টারে ব্যাট করার সময়েই বিশ্রীভাবে চোট পান ভারতীয় দলের সহঅধিনায়ক। পায়ে হেঁটে মাঠ ছাড়তে পর্যন্ত পারেননি তিনি।
বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। প্রথমে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক কিছু চিকিৎসা চলে। শুভমান গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তখন ঋষভের পাশে দাঁড়িয়ে। টিমের ডাক্তার এসে ঋষভের চোট পরীক্ষা করেন। তারপর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় ঋষভকে। বিসিসিআই জানিয়েছে, বুধবার রাতেই স্ক্যান করা হয়েছে ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটারের।
কিন্তু বৃহস্পতিবার স্ক্যানের রিপোর্ট আসতেই জানা যায়, পন্থের ডান পায়ের পাতার হাড় ভেঙেছে। আপাতত ছয় সপ্তাহ তিনি মাঠে নামতে পারবেন না। এই সময়টা তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে। অর্থাৎ ম্যাঞ্চেস্টার টেস্ট তো বটেই, পরের ওভাল টেস্টেও পন্থের নামা কার্যত অসম্ভব। ফলে পন্থকে বাদ দিয়েই বাকি সিরিজে খেলতে হবে টিম ইন্ডিয়াকে।
লর্ডস টেস্টের সময়ও হাতে চোট পেয়েছিলেন ঋষভ। যার ফলে উইকেটকিপিং করেছিলেন ধ্রুব জুরেল। ঋষভ অবশ্য ব্যাটিং করতে নেমেছিলেন। কিন্তু ম্যাঞ্চেস্টারে পন্থের ব্যাট করতে নামারও সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। সেরকম হলে একজন ব্যাটার কম নিয়েই ভারতকে এই টেস্ট খেলতে হবে। তবে বরাবর ডাকাবুকো বলেই পরিচিত ভারতীয় সহঅধিনায়ক। দলের প্রয়োজনে তিনি মাঠে নেমে পড়তে পারেন ব্যাট হাতে, এমন একটা ক্ষীণ সম্ভাবনাও রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.