Advertisement
Advertisement
Rishabh Pant

আম্পায়ারের সিদ্ধান্তে রেগে আগুন! মাঠেই বিতর্কিত আচরণ পন্থের, ভাইরাল ভিডিও

ওয়াকিবহাল মহলের মতে, এই আচরণের জন্য শাস্তিও পেতে পারেন পন্থ।

Rishabh Pant throws ball aggressively after umpire denied request
Published by: Anwesha Adhikary
  • Posted:June 22, 2025 7:26 pm
  • Updated:June 23, 2025 3:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে অধিকাংশ সময়েই হাসিখুশি মেজাজে দেখা যায় তাঁকে। স্টাম্প মাইকে ধরা পড়ে তাঁর মজার মন্তব্য। কিন্তু এবার মাঠে মেজাজ হারালেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে খানিকটা স্বভাববিরুদ্ধ আচরণ করলেন ভারতীয় দলের উইকেটকিপার। হেডিংলি টেস্টের তৃতীয় দিনের সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

ঘটনাটি ঘটেছে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার খানিক পরে। বেশ কিছুক্ষণ ধরেই ভারতীয় বোলাররা অভিযোগ করছিলেন, বলের আকৃতি খারাপ হয়ে যাচ্ছে। প্রথমবার এই বিষয়ে সরব হতে দেখা যায় জশপ্রীত বুমরাহকে। ম্যাচের বয়স যখন ৬০ ওভার, তখন দেখা যায় বল বদলের জন্য আম্পায়ারকে অনুরোধ করছেন পন্থ। কিন্তু আম্পায়ার বল পরীক্ষা করে জানান, কোনও সমস্যা নেই। ফলে বদলের প্রশ্নই ওঠে না।

আম্পায়ারের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি পন্থের। বলটি ফেরত নিয়ে যাওয়ার পথে দেখা যায়, রাগের মাথায় জোরে বল ছুড়ছেন চলতি টেস্টে সেঞ্চুরি হাঁকানো ব্যাটার। তাঁর কাণ্ড দেখে অবাক হয়ে যান আম্পায়ার পল রাইফেল নিজেও। ভাইরাল হয়ে যায় পন্থের এহেন আচরণের ভিডিও। ওয়াকিবহাল মহলের মতে, এই আচরণের জন্য শাস্তিও পেতে পারেন পন্থ। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলেও তা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলে শাস্তি হতে পারে।

চলতি টেস্টে দারুণ ফর্মে আছেন পন্থ। কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি হাঁকিয়েছেন। তারপর তৃতীয় ভারতীয় উইকেটকিপার হিসাবে টেস্টে ১৫০ ক্যাচ ধরার নজির গড়েছেন। তবে হেডিংলি টেস্টের তৃতীয় দিনটা পন্থের পক্ষে যাচ্ছে না। আগ্রাসী ভঙ্গিতে রান তুলেছেন ইংরেজ ব্যাটাররা। সবমিলিয়ে, আম্পায়ারের উপরেই যাবতীয় হতাশা ঝেড়ে ফেলেছেন পন্থ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ