Advertisement
Advertisement
Rishabh Pant Injury

কতটা গুরুতর পন্থের চোট? আপডেট দিল বিসিসিআই, মাঠে ফিরতে পারবেন সহ-অধিনায়ক?

পন্থ ফিরতে পারেন আবারও উইকেটকিপিং করতে হবে জুরেলকেই, ব্যাট করতে পারবেন কি?

Rishabh Pant's injury quite serious, BCCI provides update
Published by: Subhajit Mandal
  • Posted:July 24, 2025 9:50 am
  • Updated:July 24, 2025 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনের শেষে ভারতীয় শিবিরের কাছে সবচেয়ে বড় চিন্তার নাম ঋষভ পন্থ (Rishabh Pant Injury)। ব্যাটিংয়ের সময় পায়ের পাতায় চোট পান ঋষভ। ঋষভকে দেখেই বোঝা যাচ্ছিল বেশ যন্ত্রণা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পায়ের হাড় ভেঙে থাকতে পারে তাঁর। যদিও স্ক্যানের রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। তবে শেষমেশ যদি পায়ের হাড় ভেঙে থাকে তাহলে এই ম্যাচ তো বটেই, গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন ভারতীয় দলের সহ-অধিনায়ক।

Advertisement

বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। প্রথমে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক কিছু চিকিৎসা চলে। শুভমান গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তখন ঋষভের পাশে দাঁড়িয়ে। টিমের ডাক্তার এসে ঋষভের চোট পরীক্ষা করেন। তারপর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় ঋষভকে। বিসিসিআই জানিয়েছে, বুধবার রাতেই স্ক্যান করা হয়েছে ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটারের। রিপোর্ট আসার পর বোঝা যাবে ঋষভের চোট কতটা গুরুতর।

রাতের দিকে বিসিসিআই সোশাল মিডিয়ায় পন্থের চোট নিয়ে বিসিসিআই জানায়, “পন্থকে স্টেডিয়াম থেকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ওঁর দিকে নজর রেখেছে।” তবে যেভাবে পন্থ মাঠের বাইরে চলে যান, সেটা দেখে কারও কারও মনে হচ্ছে, তাঁর পায়ের হাড় ভাঙলেও ভেঙে থাকতে পারে। কিন্তু পুরোটাই জল্পনা। যতক্ষণ না পর্যন্ত স্ক্যান রিপোর্ট আসছে, নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়।

লর্ডস টেস্টের সময়ও হাতে চোট পেয়েছিলেন ঋষভ। যার ফলে উইকেটকিপিং করেছিলেন ধ্রুব জুরেল। ঋষভ অবশ্য ব্যাটিং করতে নেমেছিলেন। শেষ পর্যন্ত যদি ঋষভ না ফিরতে পারেন আবারও উইকেটকিপিং করতে হবে জুরেলকেই। তবে পন্থ ব্যাট করতে না পারলে জুরেল ব্যাটিং করতে পারবেন না। সেক্ষেত্রে একজন কম নিয়েই খেলতে হবে টিম ইন্ডিয়াকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement