Advertisement
Advertisement
IPL 2025

‘বিয়েতে শ্বশুরবাড়ির উপহার বিরাটদের জার্সি’, আরসিবির হয়ে গলা ফাটাচ্ছেন কর্নাটকের জামাই সুনাক

কর্নাটকের কন্যা অক্ষতা মূর্তিকে বিয়ে করেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Rishi Sunak rooting for RCB in IPL 2025
Published by: Anwesha Adhikary
  • Posted:June 3, 2025 4:01 pm
  • Updated:June 3, 2025 4:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী হলেও তিনি কর্নাটকের জামাই। কন্নড়ভূমের কন্যাকে প্রেম প্রস্তাব দেওয়ার জন্য শিখেছিলেন কর্নাটকের ভাষাও। সেই ঋষি সুনাক এবার স্পষ্ট জানালেন, আইপিএল ফাইনালেও তিনি থাকবেন কর্নাটকের দলের পাশেই। গলা ফাটাবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।

Advertisement

কর্নাটকের কন্যা অক্ষতা মূর্তিকে বিয়ে করেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পুরনো দিনের সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “আমি তো বেঙ্গালুরুর পরিবারে বিয়ে করেছি। যখন অক্ষতাকে প্রপোজ করেছিলাম, তখন কন্নড় ভাষায় প্রেম নিবেদন করি। পরে অবশ্য সেভাবে কন্নড় শিখতে পারিনি। বিয়ের পর আরসিবির জার্সি উপহার দিয়েছিল আমার শ্বশুরবাড়ির আত্মীয়রা। সেই তখন থেকেই আমি আরসিবিকে সমর্থন করি। ডাউনিং স্ট্রিটে থাকাকালীনও নিয়মিত আরসিবির খেলা দেখতাম।”

ক্রিকেটপ্রেমী হিসাবে বেশ পরিচিত সুনাক। প্রিয় ক্রিকেটার বললেই প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে বিরাট কোহলির নাম। ২০২৩ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন বিরাটের সই করা ব্যাট তাঁর হাতে তুলে দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। জীবনের অন্যতম সেরা প্রাপ্তির তালিকায় সেই ব্যাটকে রেখেছেন সুনাক। তাঁর আশা, আইপিএল ফাইনালেও দারুণ পারফর্ম করবেন কিং কোহলি। সুনাকের কথায়, “আরসিবিতে এবার ইংল্যান্ডেরও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে- ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন। তারা ট্রফি ঘরে ফিরিয়ে আনুক।” রাজনৈতিক কেরিয়ারে ব্যস্ততার মাঝেও নিয়ম করে ক্রিকেট ম্যাচে চোখ রাখেন সুনাক।

১৭ বছর অপেক্ষার পর আরসিবি ভক্তরা চাইছেন, এবার অন্তত সত্যি হোক ‘ই সালা কাপ নামদে’ ধ্বনি। তাই র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাপজয়ের আশায় সর্বশক্তিমানের দ্বারস্থ হয়েছেন ভক্তকুল। কেউ আরসিবির জার্সি নিয়ে আস্থার ডুব দিচ্ছেন, কেউ বা পুজো দিচ্ছেন, কেউ দরগায় গিয়ে প্রার্থনা করছেন। ধর্মবর্ণ নির্বিশেষে সকলের একটাই প্রার্থনা, এবার অন্তত আইপিএল আসুক আরসিবিতে। সেই প্রার্থনায় শামিল প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ