রাজর্ষি গঙ্গোপাধ্যায়: এবার ওয়ানডেতেও অস্তাচলে রোহিত শর্মা ও বিরাট কোহলি! সামনেই অস্ট্রেলিয়া সফর। সেটাই সম্ভবত দুই মহাতারকার শেষ টুর্নামেন্ট হতে চলেছে। যা পরিস্থিতি, তাতে অস্ট্রেলিয়ার মাটি থেকে রোহিত-বিরাটকে সসম্মানে বিদায় নেওয়ার সুযোগ দেওয়া হবে। আর সেখানে যদি তাঁরা অবসর না নেন, তাহলে দুজনকে বাদই দেওয়া হতে পারে। যা ‘ঘাড়ধাক্কা’র থেকে কম কিছু নয়। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটের বেতাজ ‘বাদশা’ হয়ে উঠলেন শুভমান গিল। টেস্টের পর ওয়ানডে ক্রিকেটের নেতৃত্বের দায়িত্ব উঠল তাঁর কাঁধে। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজের যে দল ঘোষণা করা হয়েছে, তাতে অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে।
ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক যা গতিবিধি, তাতে সমস্ত ‘স্পটলাইট’ গিলের উপরই। কোহলি-রোহিত নন, তিনিই এখন ‘পোস্টার বয়’। ইংল্যান্ডে টেস্ট সিরিজে ড্র করে ‘ব্র্যান্ড ভ্যালু’ আরও বেড়েছে। অন্যদিকে রোহিত-বিরাট যুগ যে অস্তমিত, তা নিয়ে সংশয় নেই। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দুজনের সম্পর্ক নিয়েও নতুন করে কিছু বলার নেই। ২০২৭-র বিশ্বকাপের দিকে তাকিয়ে ‘নতুন প্রজন্ম’কে তৈরি করার প্রকল্প হাতে নিয়েছেন গম্ভীর। টেস্টে দুই মহাতারকার উপর কোপ পড়েছে। ওয়ানডেতে পড়বে কি পড়বে না, তা নিয়ে বহুমত ছিল। সেই সংশয় শীঘ্রই মিটতে চলেছে।
কিন্তু প্রশ্ন হল, রোহিত-বিরাট এবার কী করবেন? অস্ট্রেলিয়া সিরিজের পর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ রয়েছে। অর্থাৎ ২০২৭-র বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন অজি সফরকে যদি শেষ ওয়ানডে বলে দুজনেই ঘোষণা করে দেন, তাহলে বিসিসিআই ও গম্ভীর হাত ঝেড়ে ফেলবে। আর যদি তাঁরা সেই সিদ্ধান্ত তখনই না নেন, তাহলে ‘কেরিয়ার অযথা টেনে নিয়ে যাচ্ছেন’, এই যুক্তিও ভাসিয়ে দেওয়া হতে পারে। তাছাড়া অকারণে অসম্মান কেই-বা চান?
কোনও সন্দেহ নেই যে দুজনেই বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান। ২০ কেজি ওজন কমিয়ে রোহিত বিসিসিআইয়ের ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। কোহলিও প্রস্তুতি নিয়েছেন। তবে দুজনেই আইপিএলের সময়ে শেষবার মাঠে নেমেছিলেন। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। সেই কারণে আন্তর্জাতিক মঞ্চে ফিরে এসে পুরনো মেজাজ ফিরে পাওয়াটাও যথেষ্ট চ্যালেঞ্জিং। বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০, কোহলির ৩৮। সেটা চিন্তার বটেই। কিন্তু তার জন্য দুই মহাতারকাকে বিদেশের মাটিতেই ‘বিদায়’ নেওয়ার দিকে বাধ্য করা কবে কেন? ঘরের মাঠেও তো দুই কিংবদন্তিকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়া যেত? প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.