Advertisement
Advertisement
Virat Kohli

অজি সফরের পর অবসর নয়, জাতীয় দলে জায়গা ধরে রাখতে ঘরোয়া ক্রিকেটে ‘রো-কো’!

জাতীয় দলে নিজেদের জায়গা ধরে রাখার জন্য ঘরোয়া ক্রিকেটেও নিজেদের প্রমাণ করতে হবে 'রো-কো'কে।

Rohit Sharma and Virat Kohli might play vijay hazare trophy

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:October 10, 2025 11:09 am
  • Updated:October 10, 2025 11:09 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। রোহিত শর্মা এবং বিরাট কোহলি আপাতত দেশের হয়ে শুধু ওয়ানডে খেলেন। সেই ফরম্যাটে আরও সড়গড় থাকার জন্য কি এবার ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে দুই নক্ষত্রকে? বোর্ড সূত্রে তেমনই খবর। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে নিজেদের প্রমাণ করলেই জাতীয় দলের শিকে ছিড়বে ‘রো-কো’র ভাগ্যে, এমনটাই শোনা যাচ্ছে।

Advertisement

জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। তার আগে বিজয় হাজারে ট্রফিতে অন্তত তিনটে ম্যাচে রোহিত-বিরাট খেলতে পারেন বলে খবর। রোহিত আট বছর বিজয় হাজারে খেলেননি। বিরাট শেষবার খেলেছেন ১৩ বছর আগে। তবে নির্বাচক প্রধান অজিত আগারকর স্পষ্ট করে দিয়েছেন, পারফর্ম করে দলে জায়গা করে নিতে হবে দুই নক্ষত্রকে।

৬ ডিসেম্বর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ করছে ভারত। তারপর ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ। এই একমাস সময়ের মধ্যে বিজয় হাজারে ট্রফির অন্তত ৬টি ম্যাচ হতে পারে। ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিজয় হাজারে ট্রফি। সেই টুর্নামেন্টে বিরাট এবং রোহিতকে অন্তত তিনটে করে ম্যাচ খেলতেই হবে, এমনটাই বোর্ড সূত্রে খবর। দিল্লি এবং মুম্বইয়ের হয়ে ম্যাচ খেলে নিজেদের ফর্ম এবং ফিটনেসের প্রমাণ দেবেন দুই মহাতারকা, এমনটাই চাইছে বোর্ড।

যদিও নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন, “রোহিত এবং বিরাটের যে অভিজ্ঞতা এবং দক্ষতা, তা খুব কম ক্রিকেটারেরই থাকে। ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে ওরা। খুব কম খেলোয়াড়ের কাছে এমন অভিজ্ঞতা রয়েছে। দু’জনকেই আমাদের প্রয়োজন। তারা আমাদের বিশ্বকাপের পরিকল্পনায় ভালোভাবেই আছে।” তবে জাতীয় দলে নিজেদের জায়গা ধরে রাখার জন্য ঘরোয়া ক্রিকেটেও নিজেদের প্রমাণ করতে হবে ‘রো-কো’কে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ