সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নেও ভাবেননি তিনি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের নামে স্ট্যান্ড! তাও খেলা থেকে পুরোপুরি অবসর নেওয়ার আগেই। অভাবনীয় মুহূর্তে বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন রোহিত শর্মা। আসলে কেরিয়ারে এত কিছু অর্জন করার পরও এই মুহূর্তটাকে জীবনের অন্যতম সেরা উপহার হিসাবে দেখেন রোহিত। সেই সঙ্গে অবশ্য বাড়তি ‘ছোট্ট’ একটা উপহারও পেয়েছেন তিনি।
কী সেই ছোট্ট উপহার? রোহিত শর্মার হাতে তাঁর নামাঙ্কিত স্টেডিয়ামের প্রথম টিকিটটিও তুলে দিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা। ২১ মে আইপিএলের ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ থেকেই সমর্থকেরা রোহিতের নামাঙ্কিত স্ট্যান্ডের টিকিট পাবেন। সেই ম্যাচে রোহিত শর্মা স্ট্যান্ডের প্রথম টিকিটটি রোহিতকেই দিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা। মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অজিঙ্ক নায়েক টিকিটটি রোহিতকে দেন। টিকিটটির সিরিয়াল নম্বর ১৬২২৭৯।
রোহিত শর্মা স্ট্যান্ডটি ওয়াংখেড়ের তৃতীয় তলের গ্যালারি। ব্লক এ-এর তিন নম্বর লেভেলটি রোহিতের নামে করা হয়েছে। সেখানকার টিকিটের দাম ৯৯৯ টাকা। রোহিতও সেই দামেরই টিকিট পেয়েছেন। টিকিটটিতে ‘রোহিত শর্মা স্ট্যান্ড’ লেখাও রয়েছে। তবে রোহিতকে যে টিকিট দেওয়া হয়েছে সেটি বিক্রির জন্য নয়। কমপ্লিমেন্টারি। ২১ মে ওই ম্যাচে খেলার কথা রোহিতের নিজেরও। ফলে উপহারে পাওয়া টিকিটটি তিনি কাকে দেন, সেটাই দেখার।
শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের উপস্থিতিতে উদ্বোধন হয় ‘রোহিত শর্মা স্ট্যান্ডে’র। তারপর ভারতের ওয়ানডে অধিনায়ক বলেন, “আমার পরিবার, মা-বাবা, স্ত্রী, ভাই এখানে রয়েছেন। তাঁরা আমার জন্য যা আত্মত্যাগ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি স্বপ্নেও ভাবিনি এরকম দিন আসবে। ছোট থেকেই স্বপ্ন ছিল মুম্বইয়ের হয়ে, ভারতের হয়ে খেলব। আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।” চোখে জল দেখা যায় পরিবারের সবার চোখে। রোহিতের প্রাক্তন ও বর্তমান সতীর্থদের শুভেচ্ছাবার্তা সম্বলিত একটি ভিডিও পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্সও।
Rohit bhai ke liye kya bolenge? Congratulations 😎👏
Best wishes pour in for our Hitman after the inauguration of the at Wankhede yesterday 💙 | | | |
— Mumbai Indians (@mipaltan)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.