ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দেশ থেকে অন্য দেশে সফর করতে হচ্ছে না। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে একই জায়গায় খেলার সুযোগ পাচ্ছে টিম ইন্ডিয়া। এমনকী পিচকেও ভালোভাবে চিনে নিতে পারছেন রোহিত শর্মারা। সবমিলিয়ে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলের সবরকম অ্যাডভান্টেজ পাচ্ছেন তাঁরা। বাংলাদেশি থেকে অজি, পাকিস্তান থেকে ইংল্যান্ডের প্রাক্তনী- অনেকেই এহেন অভিযোগে বিদ্ধ করেছে ভারতীয় দলকে। এবার এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন অধিনায়ক রোহিত।
টানা তিন ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছে ভারত। মঙ্গলবার শেষ চারে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমালোচকদের যাবতীয় অভিযোগের পালটা দিলেন হিটম্যান। সোজাসাপ্টা বলে দেন, এটা ভারতের ঘরের মাঠ নয়। তাঁদেরও সবদিক মানিয়ে নিয়েই খেলতে হচ্ছে। রোহিতের কথায়, “প্রত্যেকবারই পিচের চরিত্র বদলাচ্ছে। আলাদা আলাদা চ্যালেঞ্জের সামনে আমাদের পড়তে হচ্ছে। যে তিনটে ম্যাচ খেলেছি, প্রতিবারই পিচ আলাদা ছিল। এটা আমাদের ঘরের মাঠ নয়। এটা দুবাই। আমরা এখানে ঘনঘন ম্যাচ খেলি না। আমাদের কাছেও এই মাঠ নতুনই।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও যে নতুন করে পরীক্ষা দিতে হবে দলকে, সে কথাও বলতে ভোলেন না রোহিত। ভারত অধিনায়ক বলেন, “এখানে চার-পাঁচটা সারফেস ব্যবহার করা হচ্ছে। আমি জানি না কোন পিচে সেমিফাইনাল হবে। তবে যা সিদ্ধান্তই হোক, সেই হিসেবেই আমাদের প্রস্তুতি নিতে হবে।” এভাবেই অযাচিত সুবিধা পাওয়ার তত্ত্ব বাউন্ডারির বাইরে ফেললেন তিনি।
রোহিত জানান, দুবাইয়ের উইকেট এক এক সময় এক এক রকম আচরণ করছে। কখনও বল বেশি ঘুরছে, কখনও আবার তেমনটা হচ্ছে না। তাই চেনা পিচে খেলার সুযোগের যে অভিযোগ তোলা হচ্ছে, তা সমূলে নস্যাৎ করে দেন রোহিত। পাশাপাশি কেন পাঁচজন স্পিনার নিয়ে দল দুবাই গিয়েছে, সে জবাবও দিলেন তিনি। বলেন, “এই পিচে হওয়া অন্যান্য টুর্নামেন্ট দেখে এবং অন্যদের থেকে খবর নিয়ে জানতে পারি স্লোয়ার বল এখানে ভালো হবে। সেই কারণেই পাঁচ স্পিনার নেওয়া।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.