Advertisement
Advertisement
Rohit Sharma greets Virat Kohli

মহারাজা তোমারে সেলাম…, টিম বাসে বিরাটকে দেখেই স্যালুট রোহিতের, কী করলেন ‘কিং’?

এ দৃশ্য আর কতদিন? মুখে হাসি নিয়ে আশঙ্কায় রো-কো ভক্তরা।

Rohit Sharma greets Virat Kohli with salute, shares a hug
Published by: Subhajit Mandal
  • Posted:October 15, 2025 8:44 pm
  • Updated:October 15, 2025 9:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার দেখা যদি হল সখা প্রাণের মাঝে আয়…! প্রথমে একজন অপরজনকে স্যালুট করলেন। তারপর একে অপরকে আলিঙ্গন করলেন। কাছে টেনে নিলেন। ভারতীয় দলের টিম বাসে যেন এভাবেই একে অপরের সঙ্গে মিশে গেলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

Advertisement

একজন সদ্য ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন। আর একজন ধীরে ধীরে হারাচ্ছেন ভারতীয় ক্রিকেটের ‘পোস্টার বয়ে’র তকমা। বুধবার দুজনেই দুঃসংবাদ পেয়েছেন। আইসিসি ক্রমতালিকায় দুধাপ করে নেমে রোহিত এখন তিনে। আর বিরাট পাঁচে। কারও জানা নেই, এই টিম বাসে আর কতদিন একসঙ্গে দেখা যাবে তাঁদের। তাই সম্ভবত, একে অপরের সাহচর্য যতটা সম্ভব লুটেপুটে উপভোগ করছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। টিম বাসে ওঠার আগেই সদ্য প্রাক্তন অধিনায়ক রোহিতের দেখা হয় শুভমান গিলের সঙ্গে। তাঁর সঙ্গে অভ্যর্থনা পর্ব সেরে রোহিত টিম বাসের দিকে এগোতেই তাঁর নজর পড়ে বিরাট কোহলির দিকে। প্রিয় বন্ধুর দিকে নজর পড়তেই মাথা ঝুঁকিয়ে তাঁকে স্যালুট করলেন টিম ইন্ডিয়ার ‘হিটম্যান’। যেন বোঝালেন, ‘মহারাজা তোমারে সেলাম…’

দুই মহাতারকার উষ্ণ অভ্যর্থনার এখানেই শেষ নয়। রোহিত টিম বাসে উঠতেই তাঁকে জড়িয়ে ধরলেন বিরাট। প্রাণের বন্ধুকে যেন টেনে নিলেন প্রাণের মাঝেই। দুজনের মুখেই হাসি। হোটেল থেকে বিমানবন্দর গোটা রাস্তাটা কাছাকাছিই ছিলেন রোহিত-বিরাট। খোশগল্পও করেছেন তাঁরা। বিসিসিআই সোশাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন। দুই তারকার এই হাসিমুখের অভ্যর্থনা ভারতীয় ক্রিকেটের সমর্থকদের মন ভালো করে দেওয়ার মতো। আবার চাপা আশঙ্কাও রয়েছে, টিম বাসের এই ছবি আর কতদিনই বা দেখা যাবে? অস্ট্রেলিয়া সফরেই শেষবার নয়তো।

ভারতবর্ষের দুই নক্ষত্রের টেস্ট অবসর নিয়ে কম রোষানল সৃষ্টি হয়নি জাতীয় ক্রিকেটমহলে। তার পর আবার রোহিত শর্মার ‘নেতৃত্ব হরণ’। যা কি না আরও আগুনে ঘৃতাহুতি দিয়েছে। খুব স্বাভাবিক ভাবে এরপর দেশের ক্রিকেটমহল জানতে উৎসুক, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে রোহিত-কোহলিকে খেলতে দেখা যাবে কি না? দীর্ঘদিন বাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই মাঠে ফিরছেন টিম ইন্ডিয়ার দুই মহারথী। ক্রিকেট মহলে জোর জল্পনা, এটাই সম্ভবত জাতীয় দলের জার্সিতে তাঁদের শেষ ম্যাচ। এটাই কি শেষ সিরিজ দুই মহাতারকার? বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলছেন, “এই বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ায় উচিত নয়। তাছাড়া এটা শেষ সিরিজ কিনা, সেসব কোনও কথা হয়নি। ক্রিকেটারা কবে অবসর নেবে সেটা নিতান্তই তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। এভাবে বলে দেওয়া যে এটাই ওদের শেষ সিরিজ, এটা কিন্তু ঠিক নয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ