Advertisement
Advertisement
রোহিত

শেষ টি-টোয়েন্টিতে একগুচ্ছ রেকর্ড ভারতীয়দের, রোহিতের চোটের আপডেট দিল বিসিসিআই

কেমন আছেন ভারতীয় দলের হিটম্যান?

Rohit Sharma is being assessed at the moment: BCCI
Published by: Sulaya Singha
  • Posted:February 2, 2020 8:44 pm
  • Updated:February 2, 2020 8:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ ওভারে ব্যাটিং করার সময় কাফ মাসলে চোট পান রোহিত শর্মা। মাঠে ছুটে আসেন ভারতীয় ফিজিও। অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন রবিবারের ম্যাচের অধিনায়ক। ৪১ বলে ৬০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তারপর আর নামেননি। তাঁর অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের ইনিংসে দলকে নেতৃত্ব দেন কেএল রাহুল। কিন্তু এখন কেমন আছেন ভারতীয় দলের হিটম্যান? সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিতের আপডেট দিলেন রাহুল।

Advertisement

উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, “রোহিত ভালই আছে। চোটটা খুবই দুর্ভাগ্যজনক। আশা করছি কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে।” এদিকে বিসিসিআইয়ের তরফে জানানো হয়, দলের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন ভারতীয় ওপেনার। কিন্তু তাঁর চোট কতটা গুরুতর বা ফিট হতে ঠিক কতদিন সময় লাগবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছুই জানানো হয়নি। পাঁচ দিনের টি-টোয়েন্টি সিরিজ শেষ ঠিকই। কিন্তু ৫ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকেই আবার ওয়ানডে সিরিজে নেমে পড়তে হবে কোহলিদের। সেই ম্যাচে রোহিত খেলবেন কি না, এখন সেটাই লাখ টাকার সওয়াল।

[আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াই শেষে অষ্টমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ]

তবে মাঠ ছাড়ার আগেই কোহলিকে পিছনে ফেলে বিশ্বরেকর্ডের মালিক হয়ে যান হিটম্যান। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৫০-এর বেশি রানের ইনিংস খেলার বিরল নজির গড়লেন তিনি। এই নিয়ে তাঁর ঝুলিতে ২৫টি পঞ্চাশের বেশি রান রয়েছে। তবে অর্ধ শতরানের নিরিখে এগিয়ে বিরাট। তাঁর হাফ সেঞ্চুরির সংখ্যা ২৪। রোহিতের ২১। এই তালিকার প্রথম পাঁচে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল (১৭), আয়ারল্যান্ডের পল স্টারলিং (১৭) এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১৬)। তবে রোহিত একা নন, নজির গড়লেন রাহুল ও জশপ্রীত বুমরাহও।

ভারতীয় হিসেবে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের পাশে লেখা হয়ে গেল রাহুলের নাম। পাঁচ ম্যাচে তাঁর ঝুলিতে ২২৪ রান। রাহুল টপকে গেলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাকেও। এদিকে, হাত ঘুরিয়ে তিনটি উইকেট তো নিলেনই সেই সঙ্গে সর্বোচ্চ মেডেন ওভার দেওয়ার রেকর্ড করে ফেললেন বুমরাহ। টি-টোয়েন্টিতে সাতটি মেডেন ওভার করে শ্রীলঙ্কার নুয়ানকে টপকে গেলেন ভারতীয় পেসার।

[আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে ডবল সেঞ্চুরি, জাতীয় দলে জায়গা নিশ্চিত নাইট তারকার?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement