Advertisement
Advertisement
India Team

ওয়ানডে’তেও নেতৃত্ব গেল রোহিতের, অজিভূমে অধিনায়ক গিল, বড় দায়িত্বে শ্রেয়স

দলে জায়গা পাননি মহম্মদ শামি।

Rohit Sharma loses ODI captaincy, Shubman Gill is captain in Australia, Shreyas Iyer takes on the big responsibility

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:October 4, 2025 3:04 pm
  • Updated:October 4, 2025 4:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান! অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষণা হল ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল। ওয়ানডে’তে অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা। তাঁর জায়গায় নতুন অধিনায়ক শুভমান গিল। তবে, ‘হিটম্যান’ অধিনায়কত্ব হারালেও দলে রয়েছেন। রয়েছেন বিরাট কোহলিও। সহ-অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। ওয়ানডেতে না থাকলেও টি-টোয়েন্টি দলে রয়েছেন জশপ্রীত বুমরাহ। কোনও দলেই জায়গা পাননি মহম্মদ শামি। 

Advertisement

ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে। কিন্তু আসন্ন অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে অধিনায়ক রোহিতের উপর আস্থা রাখতে পারলেন না ভারতীয় নির্বাচকরা। তাঁর কাছ থেকে ‘ক্ষমতা’ কেড়ে নিয়ে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করা হল শুভমান গিলের নাম। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে অধিনায়কত্বের হাত বদল করা হয়েছে বলে মনে করছে ক্রিকেট মহল। বিশ্বকাপ শুরু হতে প্রায় দু’বছর সময় বাকি। সেই সময় রোহিত খেলার মতো জায়গায় থাকবেন কি না, সে কথা এখন থেকে বলে দেওয়া যায় না। তাই অজি সফর থেকে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হল শুভমানকে। এতে ওয়ানডে বিশ্বকাপের আগে অভিজ্ঞতা অর্জনের অনেকটাই সময় পেয়ে যাবে তিনি। উল্লেখ্য, দেশের হয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলি শেষবার খেলেছিলেন ৯ মার্চ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। আবার তাঁরা দেশের হয়ে ২২৪ দিন পর অর্থাৎ ১৯ অক্টোবর মাঠে নামবেন। 

লাল বলের ক্রিকেটে অবসরের পর নিজেদের ফিট রাখতে খুবই কসরত করছেন বিরাট-রোহিত। সম্প্রতি ২০ কেজি ওজন কমিয়ে বিসিসিআইয়ের ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। অন্যদিকে, ইংল্যান্ডে বিরাটও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আইপিএলের সময়ে শেষবার মাঠে নেমেছিলেন তাঁরা। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। সেই কারণে আন্তর্জাতিক মঞ্চে ফিরে এসে পুরনো মেজাজ ফিরে পাওয়াটাও যথেষ্ট চ্যালেঞ্জিং।

ওয়ানডে দলে বড় দায়িত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁকে করা হয়েছে সহ-অধিনায়ক। সাম্প্রতিক অতীতে অসাধারণ ফর্মে দেখা গিয়েছে ৩০ বছরের এই ক্রিকেটারকে। তারই পুরস্কার পেলেন তিনি। ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, সুযোগ পেয়েছেন গৌতম গম্ভীরের ‘প্রিয় পাত্র’ হর্ষিত রানা। কৌতূহল ছিল হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের ব্যাপারেও। এশিয়া কাপে চোট পেয়েছিলেন পাণ্ডিয়া। ফাইনালে খেলতে পারেননি। অন্যদিকে, ইংল্যান্ডে চতুর্থ টেস্টে পায়ের পাতায় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পন্থ। টিম ইন্ডিয়ার এই উইকেটরক্ষক এশিয়া কাপ তো বটেই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সুযোগ পাননি। এই দুই ক্রিকেটারই অস্ট্রেলিয়াগামী বিমানে উঠবেন না। তবে, পাণ্ডিয়ার না থাকা ছাড়া টি-টোয়েন্টি দলে খুব বিশেষ বদল হয়নি। 

ভারতের ওয়ানডে দল: শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) এবং যশস্বী জয়সওয়াল।

ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা, রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর।

অজিভূমে ভারতের সফর শুরু হবে ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে দূরে থাকা কোহলি এবং অধিনায়ক রোহিতকে দেখার জন্য এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। ওয়ানডে সিরিজের পর ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ