রোহিতের সঙ্গে বিশ্বকাপে ওপেন করবেন কোহলি। চর্চা চলছে দেশজুড়ে। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে নাকি ওপেন করবেন বিরাট কোহলি। একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর এমনই।
কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানাচ্ছেন, কোহলি ওপেন করবেন এমন খবরের সত্যতাই নেই। টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T-20 World Cup 2024) কারা ওপেন করবেন, তা এখনও স্থির হয়নি। পডকাস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে বলতে শোনা গিয়েছে, ”আমরা এখনও এবিষয় নিয়ে আলোচনাই করিনি। বিশ্বকাপে কারা ওপেন করবেন, তা এখনও স্থির হয়নি। রাহুল ভাই, অজিত ভাই বা আমি কিছু না বললে সব ভুয়ো।”
এদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দশ জন ভারতীয় ক্রিকেটারের জায়গা পাকা। বাকি কয়েকটি পজিশনের জন্য লড়াই হবে। তবে নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর, হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে রোহিতের এখনও কথাবার্তা হয়নি বলেই জানিয়েছেন হিটম্যান।
রোহিত শর্মা (Rohit Sharma) টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন। টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব, পেসার জশপ্রীত বুমরাহ, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, উইকেট কিপার ঋষভ পন্থ, পেসার অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব বিশ্বকাপের দল থাকছেনই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.