Advertisement
Advertisement
T-20 World Cup final 2024

‘ম্যাচের সেরা’ বিরাট নন, টি-২০ বিশ্বকাপের ‘গেমচেঞ্জার’ অন্য তারকা! কার নাম নিলেন রোহিত?

ফাইনালে ৫৯ বলে ৭৬ রান খেলে ম্যাচের সেরা হয়েছিলেন বিরাট কোহলি।

Rohit Sharma picks Axar Patel as game changer for T-20 World Cup final 2024

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:June 26, 2025 11:44 am
  • Updated:June 26, 2025 1:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৭ সালের পর গতবছর টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর একের পর এক কুড়ি-বিশের বিশ্বকাপে অংশ নিলেও ট্রফি অধরাই থেকে গিয়েছে মেন ইন ব্লুর কাছে। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে গত বছর সেই খেতাব ফেরত পেয়েছে টিম ইন্ডিয়া। ফাইনালে ৫৯ বলে ৭৬ রান খেলে ম্যাচের সেরা হয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু তৎকালীন অধিনায়ক রোহিত শর্মার মতে, ওই ফাইনালের আসল গেমচেঞ্জার বিরাট কোহলি নন। বরং অন্য কেউ।

রোহিত মনে করছেন, ইনিংসের মাঝপথে এসে যেভাবে অক্ষর প্যাটেল ৩১ বলে ৪৭ রানের অনবদ্য ইনিংসটা খেলে গিয়েছেন, সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। রোহিত শর্মার ইনিংসের প্রশংসা করেও ফাইনালের গেমচেঞ্জারের খেতাবটা অক্ষরকেই দিয়েছেন হিটম্যান। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের তৎকালীন অধিনায়ক বলে দিয়েছেন, “অক্ষরের ওই ইনিংসটার কথা কেউ বলছেই না। কিন্তু ওর ওই ইনিংসটাই গেমচেঞ্জার। ওই কঠিন সময়ে ৩১ বলে ৪৭ করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল।”

তবে একই সঙ্গে বিরাটের ইনিংসেরও প্রশংসা শোনা গিয়েছে রোহিতের মুখে। হিটম্যান বলে দিয়েছেন, “আমাদের একজনকে দরকার ছিল যে একদিকটা ধরে গোটা ইনিংস খেলবে। বিরাট সেই কাজটা করে দিল বলেই অক্ষর, শিবম দুবে বা হার্দিক পাণ্ডিয়ারা নিজেদের ভূমিকায় সফল।” আসলে বিশ্বজয়ের নেপথ্যে গোটা দলের মানসিকতা এবং অদম্য লড়াইকে কৃতিত্ব দিচ্ছেন রোহিত। তবে ম্যাচের গেমচেঞ্জার হিসাবে তাঁর ভোট অক্ষরের দিকেই।

আসলে ফাইনালে বল হাতে রান দিলেও ব্যাট হাতে নিজের কাজ করেছিলেন অক্ষর। দ্রুত ৩ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেই সময় নেমে ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। অর্ধশতরান করতে পারতেন। কিন্তু বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান। ওই ইনিংসের জন্যই প্রোটিয়াদের সামনে চ্যালেঞ্জিং টার্গেট রাখতে পেরেছিল টিম ইন্ডিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement