সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের কথা নতুন করে বলার নয়। ভক্তদের কাছে ভালোবাসাও কম পাননি। এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধন হল রোহিত শর্মার নামে স্ট্যান্ড। হিটম্যান আবেগপ্রবণ হয়ে পড়লেন। ছলছল করে উঠল চোখ। আবার কখনও রেগে আগুন। হঠাৎ কার উপরই বা রেগে গেলেন রোহিত?
তাঁর নামে যে স্ট্যান্ড হবে, সেটা বেশ কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল। শুক্রবার তার উদ্বোধনে উপস্থিত ছিল রোহিতের গোটা পরিবার। তাঁর স্ত্রী রীতিকা সাজদে তো ছিলেনই, সেই সঙ্গে ছিলেন রোহিতের মা-বাবা। সেখানে কিছুটা আবেগপ্রবণই হয়ে পড়লেন সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া ক্রিকেটার। মঞ্চে ডেকে নিলেন বাবা-মাকে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের উপস্থিতিতে উদ্বোধন হয় ‘রোহিত শর্মা স্ট্যান্ড’। তারপর ভারতের ওয়ানডে অধিনায়ক বলেন, “আমার পরিবার, মা-বাবা, স্ত্রী, ভাই এখানে রয়েছেন। তাঁরা আমার জন্য যা আত্মত্যাগ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি স্বপ্নেও ভাবিনি এরকম দিন আসবে। ছোট থেকেই স্বপ্ন ছিল মুম্বইয়ের হয়ে, ভারতের হয়ে খেলব। আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।” চোখে জল দেখা গেল পরিবারের সবার চোখে।
Rohit Sharma’s mother had tears of in her eyes after seeing the stand named after her son at iconic Wankhade stadium.❤️
— ⁴⁵ (@rushiii_12)
Proud wife❣️
ROHIT SHARMA STAND— Imsajal45 (@Sajalsinha0264)
আবার তার খানিক পরেই ভাইয়ের উপর মেজাজ হারালেন হিটম্যান। সম্ভবত বিশাল শর্মা রোহিতের একটা গাড়ি কোথাও ঠুকে দিয়েছেন। গাড়িতে সামান্য আঁচড়ও পড়ে। বড়ভাই রোহিত জিজ্ঞেস করেন, “এটা কী হল?” উত্তরে ছোটভাই শুধু বলেন, “রিভার্স।” রোহিত ফের প্রশ্ন করেন, “কে করল? তুই?” হিটম্যানের কাণ্ড দেখে নেটদুনিয়া বলছে, ‘দাদা হবে এরকম!’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.