Advertisement
Advertisement
Rohit Sharma

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে রোহিতই! জল্পনা উসকে দিল আইসিসি’র নতুন পোস্টার

কী দেখা গিয়েছে আইসিসি'র পোস্টারে?

Rohit Sharma to lead India till 2027 World Cup! ICC's new poster sparks speculation

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 9, 2025 5:00 pm
  • Updated:August 9, 2025 5:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এর মাস ছয় আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকেও অবসর নিয়েছিলেন ‘হিট ম্যান’। প্রশ্ন হল, তিনি কি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন? এর উত্তর এখনও অজানা থাকলেও আইসিসি’র পোস্টার নতুন জল্পনাকে উসকে দিয়েছে। অবশ্য সেই পোস্ট মুছেও দিয়েছে আইসিসি।

Advertisement

পরের বছর ইংল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ওয়ানডে হবে ১৪ জুলাই, এজবাস্টনে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৬ এবং ১৯ জুলাই। এর আগে ১ জুলাই থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে।

সেই টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের একটি পোস্টার প্রকাশ করেছে আইসিসি। সেখানে হ্যারি ব্রুকের সঙ্গে রয়েছে রোহিত শর্মার ছবি। সব কিছু ঠিকমতো চললে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে’তে খেলবেন রোহিত। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেওয়ায় টি-টোয়েন্টিতে স্বাভাবিকভাবেই খেলবেন না তিনি। যদিও আইসিসি সেসব ভাবনার ধার ধরেনি। জোড়া সিরিজ মিলিয়ে তারা যে ইমেজ কার্ড তৈরি করেছে, সেখানে কমন মুখ হিট ম্যান। সেই কারণে অনেকেই ধরে নিয়েছেন, অন্তত আগামী বছরেও টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁকেই দেখা যাবে।

তবে ২০২৭ সাল পর্যন্ত রোহিত ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন কি না, তা এখনও অনিশ্চিত। যদিও ইংল্যান্ড সিরিজের আগে ভারতের হেডকোচ গৌতম গম্ভীর বলেছিলেন, “পারফর্ম করতে পারলে বয়স কেবল একটি সংখ্যা মাত্র।” নেটিজেনরা মনে করছেন, আইসিসি’র পোস্টার এবং গম্ভীরের খোলামেলা মনোভাবই হয়তো রোহিতের ২০২৭ বিশ্বকাপে খেলার চাবিকাঠি। তবে, সবার আগে তাঁকে ফিট থাকতে হবে। তাঁরা মনে করছেন, ইংল্যান্ডে ওডিআই সিরিজকে রোহিত হয়তো বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাখির চোখ করতে চলেছেন। সেখানে ভালো খেললে হিট ম্যানকে অধিনায়ক রেখেই বিশ্বকাপের পরিকল্পনা সাজাবেন গম্ভীর। 

আইসিসি পোস্টটি মুছে ফেলে কিন্তু অনলাইনে ভক্তরা তা তুলে নেয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ