রোহিত শর্মা। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) কো গুসসা কিঁউ আতা হ্যায়! মোহালিতে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখার পরে অনেকের কাছেই এখন তা পরিষ্কার হয়ে গিয়েছে। শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ভারত অধিনায়ক।
১৪ মাস পরে টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরে রান করতে চেয়েছিলেন তিনি। কিন্তু গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার পরে দৃশ্যতই মেজাজ হারাতে দেখা যায় ভারত অধিনায়ককে। গিলের উপরে মারাত্মক রেগে গিয়েছিলেন তিনি। পরে অবশ্য নিজেকে সামলে নেন রোহিত।
গিলকে নিয়ে তাঁর আশা ছিল। কিন্তু গিল অধিনায়কের আশাপূরণ করেননি। খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রোহিত বলেন, ”রান আউট হতেই পারে। যখন হয়, তখন হতাশা গ্রাস করে ঠিকই। সবাই মাঠে নেমে রান করতে চায়। সব সময়ে সবকিছু ঠিকঠাক যায় না। আমরা জিতেছি এটাই গুরুত্বপূর্ণ। আমি ভেবেছিলাম গিল ওর ইনিংসটা টেনে নিয়ে যাবে। কিন্তু আউট হয়ে গেল। ভাল খেলছিল গিল।”
প্রথমত গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ায় রোহিত চটেন গিলের উপরে। কিন্তু ইনিংসটা টেনে নিয়ে যেতে না পারায় হিটম্যান খুশি হতে পারেননি গিলের উপরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.