Advertisement
Advertisement
Rohit Sharma & Virat Kohli

‘রো-কো’র বিদায়ী সফর! অজিভূমে সিরিজ শুরুর ১৩ দিন আগেই শেষ টিকিট

অস্ট্রেলিয়ায় ১৯ অক্টোবর সফর শুরু করবে ভারত।

Rohit Sharma, Virat Kohli's farewell tour! Tickets sold out 13 days before the start of the series at Azibhum

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:October 6, 2025 4:55 pm
  • Updated:October 9, 2025 6:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২৪ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে ফের দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে। চলতি বছরের ৯ মার্চ দুই ক্রিকেটারকে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবার অজিভূমে তাঁদের দেখতে এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। অনেকেরই ধারণা, এটাই ‘রো-কো’র বিদায়ী সফর। সেই কারণে তাঁদের নিয়ে সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস। জানা গিয়েছে, সিরিজ শুরুর ১৩ দিন আগে সমস্ত ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। 

Advertisement

অস্ট্রেলিয়ায় ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে সফর শুরু করবে ভারত। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে দূরে থাকা কোহলি এবং রোহিতকে দেখার জন্য এখন থেকেই উন্মাদনা তো রয়েইছে। তাছাড়াও টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আগ্রহ তুঙ্গে। জানা গিয়েছে, তিন ওয়ানডে-সহ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচেরও টিকিট প্রায় শেষ। ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে মোট আটটি ম্যাচের ১ লক্ষ ৭৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বাকি রয়েছে মাত্র ৩০ হাজার টিকিট। জানা গিয়েছে, পারথে কিছু টিকিট এখনও বিক্রি হওয়া বাকি থাকলেও অ্যাডিলেড এবং সিডনির টিকিট নিঃশেষিত। অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিতকে সরিয়ে শুভমান গিলকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। দলে রয়েছেন বিরাট কোহলিও। তাঁদের দেখার জন্য উদগ্রীব ক্রিকেটপ্রেমীরা।

বেশ কয়েক মাস আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ বলেছিলেন, “এটাই হয়তো শেষবার, যখন আমরা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখব। যদি সেটাই হয়, তাহলে ওদের দুর্দান্ত বিদায়ী সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করব আমরা। আন্তর্জাতিক ক্রিকেটে ওদের অবিশাস্য অবদানের কথা সকলেই জানে। সেটাকে মনে রেখে ওদের সংবর্ধনা দেওয়া হবে।” সুতরাং বোঝাই যাচ্ছে যে, অজি সফরের পর বিরাট-রোহিতের অবসর নিয়ে জল্পনাও রয়েছে। হয়তো সেই কারণেই ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকাকে দেখতে স্টেডিয়ামে উপচে পড়তে চলেছে ভিড়। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ