Advertisement
Advertisement
Rohit Sharma

জম্মু-কাশ্মীরের কাছে হারের জের? রনজির শেষ ম্যাচ খেলবেন না রোহিত-যশস্বী

রনজিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দেখা যাবে বিরাট কোহলি-কে এল রাহুলের মতো তারকাকে।

Rohit Sharma will not play the last Ranji group match
Published by: Anwesha Adhikary
  • Posted:January 27, 2025 1:20 pm
  • Updated:January 27, 2025 2:52 pm   

আলাপন সাহা: ফর্ম ফেরানোর জন্য রনজি ম্যাচে নেমেছিলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালের মতো জাতীয় দলের তারকারা। কিন্তু সেই ম্যাচে রান আসেনি তাঁদের ব্যাটে। উলটে জম্মু-কাশ্মীরের কাছে হেরেছে তারকাখচিত মুম্বই। তারপরেই জানা গেল, রনজিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর খেলবেন না রোহিত-যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নেবেন দুই ওপেনার।

Advertisement

বর্ডার গাভাসকর ট্রফিতে বিপর্যয়ের পরই ভারতীয় বোর্ডের নিদান এসেছে তারকাদের ঘরোয়া ক্রিকেটে খেলার। সেই নির্দেশে মেনে মুম্বইয়ের হয়ে রনজি ট্রফিতে নেমেছেন রোহিত শর্মা। কিন্তু ব্যাটে রানের দেখা নেই। দুই ইনিংস মিলিয়ে রোহিতের রান মাত্র ৩১। যশস্বীর সংগ্রহ ৩০। পরপর দুই ইনিংসে ব্যাটিং ব্যর্থতার শিকার হয় মুম্বই। রনজিতে টানা তিন ম্যাচ জিতলেও জম্মু-কাশ্মীরের কাছে মুখ থুবড়ে পড়তে হয় অজিঙ্ক রাহানের দলকে।

তারপরেই জানা গিয়েছে, রোহিত-যশস্বীর ঘরোয়া ক্রিকেট পর্ব আপাতত শেষ। আগামী ৩০ জানুয়ারি মেঘালয়ের বিরুদ্ধে রনজি গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মুম্বই। কিন্তু সেখানে দুই তারকা ব্যাটার খেলবেন না। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের শেষ ওয়ানডে সিরিজ। আপাতত সেই সিরিজের প্রস্তুতিতে মন দেবেন রোহিতরা। 

তবে রনজিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দেখা যাবে বিরাট কোহলি-কে এল রাহুলের মতো তারকাকে। অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর ভারতীয় বোর্ড জাতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে। বিরাট ঘাড়ের চোটের কারণে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির জার্সিতে নামতে পারেননি। কিন্তু রেলওয়েজের বিরুদ্ধে খেলবেন তিনি। অন্যদিকে হরিয়ানার বিরুদ্ধে নামবে কর্নাটক। সেই ম্যাচে খেলবেন বলে জানিয়ে দিয়েছেন কে এল রাহুল। কর্নাটকের কাছে এই ম্যাচটি মরণবাঁচন হয়ে দাঁড়িয়েছে। বোনাস পয়েন্ট-সহ জিতলেই নকআউটের টিকিট পাবেন করুণ নায়াররা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ