ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল বলের ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। ইংল্যান্ড সিরিজের আগে কেন তিনি অবসর নিয়েছেন, তা নিয়ে ক্রিকেট মহলে চর্চা অব্যাহত। কিন্তু রোহিতের এই সিদ্ধান্ত একেবারেই মন থেকে মেনে নিতে পারেননি তাঁর বাবা গুরুনাথ শর্মা। এ ব্যাপারে মুখ খুলেছেন ‘হিট ম্যান’ স্বয়ং।
চেতেশ্বর পূজারার স্ত্রীর লেখা বই ‘দ্য ডায়েরি অফ আ ক্রিকেটার্স ওয়াইফ: অ্যান আনসামাল স্টোরি’র উদ্বোধনী অনুষ্ঠানে এসে এ কথা তুলে ধরেন রোহিত। এই মুম্বইকর জানিয়েছেন, তাঁর বাবা সব সময় টেস্ট ক্রিকেটের ভক্ত। সাদা বলের ক্রিকেটে তেমন কোনও আগ্রহ নেই তাঁর। এমনকী রোহিত যেদিন ওয়ানডে’তে ২৬৪ রান করে বিশ্বরেকর্ড গড়েন, সেদিনও কোনও উত্তেজনা প্রকাশ করেননি গুরুনাথ।
‘শর্মাজি কা বেটা’ রোহিতের কথায়, “আমাকে ক্রিকেটার বানানোর জন্য অনেক ত্যাগ করেছেন মা-বাবা। বাবা পরিবহণ কোম্পানিতে কাজ করতেন। কিন্তু সে বরাবরই টেস্ট ক্রিকেটের ভক্ত। আধুনিক ক্রিকেটের দিকে তাঁর বেশি ঝোঁক নেই। যেদিন ২৬৪ করি, বাবা বলেছিলেন, ‘ঠিক আছে, ভালো খেলেছ’। ছিটেফোঁটা উত্তেজনা দেখিনি।”
রোহিতের সংযোজন, “আমি যেদিন টেস্টে ৩০, ৪০ বা ৫০ করতাম, সেদিন আমার সঙ্গে বিশদে কথা বলতেন বাবা। তবে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বাবা খুবই হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু একই সঙ্গে খুশিও ছিলেন। এটাই আমার বাবা। মা-বাবার সাহায্য ছাড়া এই জায়গায় কখনও পৌঁছতে পারতাম না।”
উল্লেখ্য, ৭ মে মুম্বইয়ে বোর্ড কর্তাদের সঙ্গে নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরের এক বৈঠক হয়। তার পরেই টেস্ট অবসরের কথা ঘোষণা করেন রোহিত শর্মা। জানা গিয়েছে, রোহিতকে নাকি অনেক আগেই নিজেদের ভাবনার কথা স্পষ্ট করে দিয়েছিল বিসিসিআই। ‘হিট ম্যান’ যে তাঁদের টেস্ট পরিকল্পনার অংশ নন, তা বুঝিয়ে দিয়েছিলেন নির্বাচকরা। এই পরিস্থিতিতে নিজে থেকে না সরলে ইংল্যান্ড সিরিজে তাঁকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হত। কেবল তাই নয়, দলেও রোহিতকে হয়তো জায়গা দেওয়া হত না। তাই অপমানের আশঙ্কায় তড়িঘড়ি অবসর নিয়ে নেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.