Advertisement
Advertisement
Rohit Sharma

বিশ্বকাপে অধিনায়ক কি রোহিতই? অজি সফরের দল ঘোষণার সঙ্গে ভাগ্য নির্ধারণ হিটম্যানেরও!

শনিবারই অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার সম্ভাবনা।

Rohit Sharma's ODI Captaincy In Doubt Ahead of Australia Meeting
Published by: Arpan Das
  • Posted:October 4, 2025 10:44 am
  • Updated:October 4, 2025 10:47 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনে অস্ট্রেলিয়া সফর। সব ঠিক থাকলে শনিবারই ভারতের দল ঘোষণা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দেশের জার্সিতে ফের মাঠে নামতে চলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনেরই যে কামব্যাক হতে চলেছে সেটা নিয়ে সংশয় নেই। রোহিত অধিনায়কও থাকবেন। কিন্তু তারপর? ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কি হিটম্যানকেই দায়িত্ব দেওয়া হবে? নাকি তৈরি করা হচ্ছে শুভমান গিলকে? সেটাও এদিনই নির্ধারিত হয়ে যেতে পারে।

Advertisement

সূত্রের খবর, “নির্বাচন কমিটির আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে অধিনায়কত্ব নিয়ে। রোহিতকে অধিনায়ক হিসেবেই এখন ফেরানো হচ্ছে। কিন্তু এটা পরিষ্কার, রোহিতের সঙ্গে এই নিয়ে স্পষ্ট আলোচনা করবেন নির্বাচকরা। এটাও খেয়াল রাখতে হবে, রোহিত সম্প্রতি বেঙ্গালুরুতে ফিটনেস টেস্টে পাশ করেছেন।” ২০ কেজি ওজন কমিয়ে বিসিসিআইয়ের ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। আইপিএলের সময়ে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। সেই কারণে আন্তর্জাতিক মঞ্চে ফিরে এসে পুরনো মেজাজ ফিরে পাওয়াটাও যথেষ্ট চ্যালেঞ্জিং। আর যদি ব্যাট না চলে তাহলে কিন্তু শুভমান গিলকে অধিনায়ক হিসেবে সামনে এগিয়ে দেওয়া হতে পারে। অনেকের মতে, শ্রেয়স আইয়ারকেও পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে ভাবা হতে পারে।

কৌতূহল রয়েছে হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থকে নিয়েও। এশিয়া কাপে চোট পেয়েছিলেন পাণ্ডিয়া। ফাইনালে খেলতে পারেননি। অন্যদিকে, ইংল্যান্ডে চতুর্থ টেস্টে পায়ের পাতায় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পন্থ। টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক এশিয়া কাপ তো বটেই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও খেলতে পারছেন না। অস্ট্রেলিয়াগামী বিমানে ওঠার সুযোগও তাঁর কম।

অজিভূমে ভারতের সফর শুরু হবে ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া কোহলি এবং অধিনায়ক রোহিতকে দেখার জন্য এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। ওয়ানডে সিরিজের পর ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ