Advertisement
Advertisement
Raj Kundra

রাজ কুন্দ্রার বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ রাজস্থান রয়্যালসের মালিকের, মামলা লন্ডন হাই কোর্টে

রাজ কুন্দ্রা আর বিতর্ক যেন সমার্থক!

RR Owner Raj Kundra, Banned For Betting In 2015, Accused Of Blackmailing Current Owner
Published by: Subhajit Mandal
  • Posted:June 26, 2025 4:43 pm
  • Updated:June 26, 2025 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পা শেট্টির স্বামী তথা শিল্পপতি রাজ কুন্দ্রা আর বিতর্ক যেন সমার্থক। আইপিএলে গড়াপেটার অভিযোগে আগেই নির্বাসিত তিনি। কিন্তু সেই আইপিএল নিয়েই নয়া বিতর্কে। এবার রাজের বিরুদ্ধে ব্ল্যাকমেল করার অভিযোগ তুললেন রাজস্থান রয়্যালসের বর্তমান মালিক মনোজ বাদালে। তাঁর অভিযোগ, গোপন চুক্তির কথা প্রকাশ্যে এনে তাদের ব্ল্যাকমেল করতে চাইছেন রাজ।

২০০৮ সালে রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি রাজস্থান রয়্যালসের ১১.৭ শতাংশ শেয়ার প্রায় ১৫.৪ মিলিয়ন ডলারে কিনেছিলেন। তবে ২০১৫ সালে রাজের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ ওঠায় দলের সঙ্গে তাঁদের সম্পর্ক ছিন্ন হয়। কিন্তু রাজের অভিযোগ, ওই ১১.৭ শতাংশ শেয়ারের বিনিময়ে তাঁর যা প্রাপ্য সেটা দেওয়া হয়নি। বেআইনিভাবে সেটা থেকে বঞ্চিত করা হয়েছে। সম্প্রতি রাজ প্রকাশ্যেই এই অভিযোগে সরব হয়েছেন। এমনকী মনোজ বাদালেকে একটি ইমেল করে রীতিমতো হুমকি দেন।

রাজ জানান, নিজের প্রাপ্য নিয়ে ইমার্জিং মিডিয়ে ভেঞ্চার্সের সঙ্গে আলোচনা চান তিনি। বিষয়টি তিনি ভারত সরকারকে জানিয়েছেন। বিসিসিআইকেও তিনি বিষয়টি জানিয়েছেন। এমনকী, আইপিএলের প্রথম চেয়ারম্যান ললিত মোদিকেও তিনি চিঠি লিখেছেন বলে খবর।

বর্তমানে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির সিংভাগ শেয়ারের মালিক মনোজ বাদালে ও তাঁর সংস্থা ইমার্জিং মিডিয়া ভেঞ্চার্স। ওই সংস্থার হাতেই রাজস্থানের ফ্র্যাঞ্চাইজিটির ৬৫ শতাংশ শেয়ার রয়েছে। তাঁর অভিযোগ, ২০১৯ সালে রাজ কুন্দ্রার সংস্থার সঙ্গে তাঁদের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির শর্ত ভেঙে রাজ আলটপকা মন্তব্য করে তাঁদের ব্ল্যাকমেল করার চেষ্টা হচ্ছে। বাদালের অভিযোগ, রাজের অভিযোগের কোনও ভিত্তি নেই। বেআইনিভাবে তাঁদের ব্ল্যাকমেল করার চেষ্টা হচ্ছে। এই অভিযোগেই লন্ডন আদালতে কুন্দ্রার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement