Advertisement
Advertisement
Shubhman Gill

রোহিত অধ্যায়ের ইতি, তিন ফরম্যাটের ক্যাপ্টেন গিলই? এশিয়া কাপের দল ঘোষণায় ইঙ্গিত আগরকরের

এশিয়া কাপে সহঅধিনায়ক হয়েছেন গিল।

Rumors on Rohit Sharma after Shubhman Gill appointed Vice Captain

শুভমান গিল।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 19, 2025 3:39 pm
  • Updated:August 19, 2025 3:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে অধিনায়ক রোহিত শর্মার জমানা শেষ? এমনটাই ইঙ্গিত মিলল নির্বাচকপ্রধান অজিত আগরকরের মন্তব্যে। এশিয়া কাপের দল ঘোষণা করতে গিয়ে তিনি জানিয়ে দিলেন, শুভমান গিলকে সহঅধিনায়ক করা হয়েছে। তাঁর মধ্যে অধিনায়ক হওয়ার যথেষ্ট মশলা রয়েছে বলেও মত আগরকরের। তারপর থেকেই প্রশ্ন উঠছে, এবার কি তিন ফরম্যাটেই অধিনায়ক হবেন পাঞ্জাব দা পুত্তর?

Advertisement

সম্প্রতি টি-২০র জাতীয় দলে সেরকম নিয়মিত ছিলেন না শুভমান। কিন্তু ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে ছিলেন। তাই ছন্দে থাকা গিলকেও সুযোগ দেওয়া হবে এশিয়া কাপে, এমনটাই মত ছিল ক্রিকেটবোদ্ধাদের। তবে তাঁকে সটান সহঅধিনায়ক করে দেওয়াটা বেশ অপ্রত্যাশিত লেগেছে অনেকেরই। দল নির্বাচনের সাংবাদিক সম্মেলনে এসে আগরকর স্পষ্ট জানালেন, গিলের মধ্যে অধিনায়ক হওয়ার যথেষ্ট মশলা রয়েছে। তবে আপাতত টি-২০ ক্রিকেটেই মন দিতে চান তাঁরা।

আগরকরের এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে রোহিতের ভবিষ্যৎ নিয়ে। তাঁর অধিনায়কত্ব কি খুব তাড়াতাড়িই কেড়ে নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট? উল্লেখ্য, অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন রোহিতরা। বিশ্লেষকদের অনুমান, ওই সিরিজই হয়তো ‘ফেয়ারওয়েল’ হয়ে যেতে পারে রোহিতের জন্য। কারণ ২০২৭ বিশ্বকাপের জন্য দল তৈরির বিষয়টিও ম্যানেজমেন্টের মাথায় রয়েছে। ভবিষ্যতের কথা ভেবে গিলের হাতে দ্রুত নেতৃত্ব তুলে দেওয়া হবে, রয়েছে এমন সম্ভাবনাও।

গিল সহঅধিনায়ক হওয়ায় টি-২০র ক্ষেত্রেও হার্দিক পাণ্ডিয়ার অধিনায়ক হওয়ার সম্ভাবনা একেবারে শেষ হয়ে গেল। আগামী বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপের পর সংক্ষিপ্ততম ফরম্যাটের নেতৃত্বও পেতে পারেন গিল, বলছে ক্রিকেটমহল। অন্যদিকে, আইপিএলে ভালো পারফর্ম করলেও এশিয়া কাপের দলে সুযোগ পেলেন না যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ার। সেই নিয়ে আগরকরের মন্তব্য, এই দুই ক্রিকেটার অযোগ্য নন মোটেই। কিন্তু ১৫ জনের দলই বেছে নিতে হয়, ফলে নির্বাচকদের হাত-পা বাঁধা। তবে স্ট্যান্ডবাই হিসাবে যশস্বীকে রাখা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ