Advertisement
Advertisement
Dewald Brevis

আইপিএলের থেকে আটগুণ বেশি দামে প্রিটোরিয়ায় ব্রেভিস, ‘গেমচেঞ্জার’ তকমা কোচ সৌরভের

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে রেকর্ড মূল্যে বিক্রীত হলেন ডেওয়াল্ড ব্রেভিস।

SA20 Auction: Pretoria Capitals signs Dewald Brevis in record price and Sourav Ganguly calls him 'game-changer'
Published by: Arpan Das
  • Posted:September 10, 2025 12:04 pm
  • Updated:September 10, 2025 12:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে রেকর্ড মূল্যে বিক্রীত হলেন ডেওয়াল্ড ব্রেভিস। আইপিএলে তাঁর মূল্যের থেকে আটগুণ বেশি দাম পেলেন। ২২ বছর বয়সি বিধ্বংসী প্রোটিয়া ব্যাটারকে ১৬.৫ মিলিয়ন র‍্যান্ড অর্থাৎ ৮.৩১ কোটি টাকায় কিনে নিল প্রিটোরিয়া ক্যাপিটালস। আর তারপর দলের কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে ‘গেমচেঞ্জার’ আখ্যা পেলেন ব্রেভিস। 

Advertisement

নিলাম টেবিলে ব্রেভিসের নাম ঘোষণা হতেই টানাটানি পড়ে যায়। শুরুটা করে জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালস। উল্লেখ্য, আইপিএলের মাঝপথে চেন্নাই সুপার কিংস ২.২ কোটি টাকায় কিনেছিল ব্রেভিসকে। যিনি ‘বেবি এবি’ নামেও পরিচিত। দক্ষিণ আফ্রিকার লিগের নিলামে খুব দ্রুত ১০ মিলিয়ন র‍্যান্ড মূল্য উঠে যায় তাঁর। জোবার্গ যখন দৌড়ে অনেকটাই এগিয়ে, তখন মঞ্চে প্রবেশ সৌরভের দলের। একদিকে স্টিফেন ফ্লেমিং, অন্যদিকে সৌরভ, দুজনের লড়াইয়ে শেষ হাসি হাসেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আইপিএল বেতনের আটগুণ বেতন ৮.৩১ কোটি টাকা পান ব্রেভিস।

নিলামের পর সৌরভ বলেন, “আশা করি, ও ভালো খেলবে। ব্রেভিস দারুণ প্রতিভা। গত এক-দেড় বছরে ওর খেলায় অনেক উন্নতি হয়েছে। অস্ট্রেলিয়া সফরে দেখিয়েছে, ও যে কোনও মুহূর্তে ‘গেমচেঞ্জার’ হয়ে উঠতে পারে। টি-টোয়েন্টিতে সেটাই দরকার। আমাদের দলে রাসেল, রাদারফোর্ড আছে। যারা ম্যাচের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে। আশা করি, ব্রেভিসও সেটাই করবে।”

সৌরভ আজও বলছেন, “আমি কখনও টাকার সঙ্গে পারফরম্যান্সকে মিশিয়ে ফেলি না। ও এত টাকা পেয়েছে, সেটা আলাদা কথা। ও স্পিনটা খুব ভালো খেলে, যেটা খুব দরকারি। ওর মধ্যে প্রতিভা আছে বলেই আমরা এত টাকা ওর প্রাপ্য।” উল্লেখ্য, আইপিএলে সিএসকে’তে মাঝপথে ঢুকে ৬ ম্যাচে ২২৫ রান করেন ‘বেবি এবি’। এবার দেখার দক্ষিণ আফ্রিকায় সৌরভের কোচিংয়ে নিজেকে মেলে ধরেন ব্রেভিস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ