Advertisement
Advertisement
Sachin Tendulkar

দলের প্রয়োজনে মানসিকতায় বদল আনতে হবে, পন্থকে পরামর্শ তেণ্ডুলকরের

ক'দিন আগে সৌরভও কিন্তু ইংল্যান্ডে পন্থকে সামলে খেলতে বলেছেন।

Sachin Tendulkar advises Rishabh Pant to change mindset if team needs it
Published by: Prasenjit Dutta
  • Posted:June 20, 2025 4:49 pm
  • Updated:June 20, 2025 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন বেন স্টোকস। যদিও প্রথম টেস্টের আগে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থকে পরামর্শ দিতে ভুললেন না ‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেণ্ডুলকর। 

প্রথম টেস্টে ভারতীয় দলে অভিষেক ঘটেছে সাই সুদর্শনের। ৮ বছর পর প্রত্যাবর্তন ঘটেছে করুণ নায়ারের। জানা গিয়েছে, পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামবেন ঋষভ পন্থ। আইপিএলে হতাশার মরশুম কাটানোর পর তিনি কেমন পারফর্ম করেন, সেদিকে নজর থাকবে। পন্থের আগ্রাসী ব্যাটিংয়ে প্রয়োজনে লাগাম টানতে হবে বলে মনে করছেন শচীন।

এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটকে ‘লিটল মাস্টার’ বলেন, “ওকে নিজের দক্ষতার উপর জোর দিতে হবে। দলের স্বার্থে আগ্রাসী মনোভাব ছেড়ে নিজেকে সামলে রাখতে হবে। তবে আমি নিশ্চিত, পন্থ যেটা করবে সেটা দলের স্বার্থেই করবে। ইংল্যান্ডে ওর মানসিকতা পরিবর্তন করতে হতেই পারে। সেটা ওকে সচেতনভাবেই করতে হবে। ম্যাচ বাঁচানোর জন্য ওকে আগ্রাসী মনোভাব ছাড়তে হবে। মনে রাখতে হবে, আগ্রাসী মনোভাব দেখিয়ে সেই সময় ঝুঁকিপূর্ণ শট খেললে হবে না। তাই অতিরিক্ত আগ্রাসনের প্রয়োজন নেই। একটা ভুল শট নির্বাচন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।”

অনেক সময় দেখা গিয়েছে, ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে পন্থকে নিজের উইকেট খুইয়ে আসতে। সেই কারণেই পন্থকে সতর্ক করে দিয়েছেন শচীন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থকেই সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। এমনিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় উইকেটকিপারের পারফরম্যান্স খারাপ নয়। ১৭ ইনিংসে তাঁর রান ৫৫৬। গড় ৩২.৭০। দু’টি সেঞ্চুরির পাশাপাশি, দু’টি হাফসেঞ্চুরিও আছে। অন্যদিকে, বর্ডার গাভাসকর ট্রফিতে ৯ ম্যাচে ২৫৫ রান করেছিলেন। তবে সমালোচিত হয়েছিলেন বেহিসেবি শট খেলার জন্য। কে ভুলতে পারে, গাভাসকরের সেই ‘স্টুপিড’ বকুনি।

ক’দিন আগে সৌরভও কিন্তু ইংল্যান্ডে পন্থকে সামলে খেলতে বলেছেন। প্রাক্তন বোর্ড সভাপতি বলেন, “অস্ট্রেলিয়ায় ও যেরকম খেলেছে, আমার ভালো লাগেনি। প্রচুর শট খেলেছে। বল এলেই ব্যাট ঘুরিয়েছে। কিন্তু যেখানে বল ঘুরছে, সেখানে এভাবে ব্যাট চালানো উচিত নয়। ওর ডিফেন্স খুবই ভালো। তাই আরও লড়াই করা উচিত। আমি চাই ও সেভাবে খেলুক। তাতে খারাপ দেখতে লাগুক না কেন। কিন্তু সব বলে ব্যাট চালিও না। আমি জানি ও স্ট্রোক খেলতে ভালোবাসে, সেটাই ওর শক্তি। কিন্তু পরিস্থিতি বুঝে খেলা উচিত।” এখন দেখার দুই কিংবদন্তির কথা শোনেন কিনা পন্থ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement