সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজের নাম তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি। পাঁচ টেস্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন শচীন তেণ্ডুলকর। সিরিজ শেষে একাধিক বিষয়ের বিশ্লেষণে বসলেন কিংবদন্তি ক্রিকেটার। সেখানে গিলের নেতৃত্ব থেকে ম্যাঞ্চেস্টার টেস্টে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে মতামত রাখলেন তিনি।
প্রথমবার টেস্ট নেতৃত্ব পেয়েই ইংল্যান্ড থেকে সিরিজ ড্র করে ফিরছেন শুভমান গিল। তাঁকে নিয়ে শচীন বলছেন, “ফলাফল ঠিকই আছে। ২-২, পরিস্থিতি কিছুটা বদলাতে পারত। তবে ক্রিকেটে অনেক যদি-কিন্তু থাকে। বোলার-ব্যাটারদের উপর নেতৃত্বের অনেক কিছু নির্ভর করে। গিলকে খুব শান্ত দেখিয়েছে। ঠান্ডা মাথায় নেতৃত্ব দিয়েছে। কিন্তু যদি বিপক্ষ রান তুলতে থাকে, তখন অধিনায়কের কাজটা কঠিন হয়ে যায়। সব মিলিয়ে, দলের উপর ওর পূর্ণ কর্তৃত্ব ছিল। এটা ওর প্রথম সিরিজ। আর ইংল্যান্ডের বিরুদ্ধে গিলরা যেভাবে ব্যাট করেছে, তা অন্য কোনও দল পারত না।”
অন্যদিকে ম্যাঞ্চেস্টারের হ্যান্ডশেক বিতর্কে শচীনের বক্তব্য, “সিরিজে যেখানে লড়াই রয়েছে, তখন ইংল্যান্ড কেন ম্যাচ ড্র করার জন্য হ্যান্ডশেক করতে গেল? ওরা হ্যারি ব্রুককে বল দিয়েছে, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। সেটা ভারতের সমস্যা নয়। জাদেজা-ওয়াশিংটনরা সেঞ্চুরির জন্য খেলেনি। ম্যাচ বাঁচাতে খেলেছে। যখন ওরা ব্যাটে আসেনি, তখন তো হ্যারি ব্রুককে বল দেওয়া হয়নি। তাহলে কি স্টোকস পঞ্চম টেস্টের জন্য বোলারদের বিশ্রাম দিচ্ছিল? এই প্রশ্নের উত্তর আছে স্টোকসের কাছে? আমি এই প্রসঙ্গে পুরোপুরি ভারতীয় দলের পাশে।”
উল্লেখ্য, ম্যাঞ্চেস্টারে জাদেজা-সুন্দররা যখন সেঞ্চুরির মুখে, ড্রয়ের আজব প্রস্তাব দেন ইংরেজ অধিনায়ক স্টোকস। তা অস্বীকার করেন জাদেজা। ম্যাচের পরে জাদেজার সঙ্গে হাত মেলাতে চাননি স্টোকস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.