ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার: মাঠে তিনি ছিলেন ক্রিকেটের ঈশ্বর। এবার মাঠের বাইরেও মহাগুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন শচীন তেণ্ডুলকর! বিসিসিআইয়ের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে শচীনের নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল। আইসিসি চেয়ারম্যান জয় শাহ পর্যন্ত এই নিয়ে অত্যন্ত উৎসাহী। তিনিই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য শচীনকে বোঝানোর দায়িত্ব নিয়েছেন বলে সূত্রের খবর।
চলতি মাসের শেষের দিকেই হতে চলেছে ভারতীয় বোর্ডের নির্বাচন। সংবাদসংস্থার খবর ধরলে, তা আপাতত হচ্ছে লোধা আইন মেনে। কারণ, জাতীয় ক্রীড়া আইনের নিয়মকানুন ঠিক হতে এখনও সময় লাগবে। অত অপেক্ষা নাকি আর করতে ইচ্ছুক নয় ভারতীয় বোর্ড। যেহেতু রজার বিনির বয়স ৭০ বছর পেরিয়ে গিয়েছে, তাই লোধা আইনে তাঁর পক্ষে আর প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। বিশ্বকাপজয়ী বিনির পরিবর্ত হিসাবে কোনও হেভিওয়েট ক্রিকেটারকেই বোর্ডের প্রেসিডেন্ট পদে বসানোর বিষয়ে ভাবনাচিন্তা চলছে বিসিসিআইয়ের অন্দরে।
বিনির আগে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যিনি দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে পরিচিত। তাই বিনির উত্তরসূরি হিসাবেও বিরাট মাপের কোনও ক্রিকেটার কুর্সিতে বসুন, এমনটাই চাইছে বিসিসিআই। তখনই চর্চায় উঠে আসে স্বয়ং ক্রিকেটের ঈশ্বরের নাম। সূত্রের খবর, আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজেই বহুদিন ধরে এই বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন। তিনিই শচীনকে প্রস্তাব দিয়েছেন বোর্ডের প্রশাসনে আসার জন্য়। মাসখানেক আগে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি চলাকালীন লর্ডস টেস্টে এই নিয়ে শচীনের সঙ্গে শাহর আলোচনাও হয়েছে বলে শোনা যাচ্ছে।
তবে শচীন এই প্রস্তাবে রাজি হয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তার অন্যতম প্রধান কারণ হল বিজ্ঞাপন। বর্তমানে বহু বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত রয়েছেন শচীন। বোর্ড সভাপতি হতে গেলে সেসব ছেড়ে দিতে হবে। তবে জয় শাহর সঙ্গে শচীনের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তাই শেষ পর্যন্ত বোর্ড সভাপতির কুর্সিতে ক্রিকেটের ঈশ্বরকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.