সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার লর্ডসে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন শচীন তেণ্ডুলকর। খেলা শুরুর ঠিক আগে ঐতিহ্যশালী লর্ডসে ঘণ্টা বাজালেন ‘লিটল মাস্টার’। লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে খেলা শুরুর আগে ঘণ্টা বাজানো একটি ঐতিহ্য। এই সম্মান সাধারণত ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা সাধারণত এই ঘণ্টা বাজিয়ে থাকেন। কিংবদন্তি ক্রিকেটার শচীনকেও এবার লর্ডসে ঘণ্টা বাজানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁকে এই উপলক্ষে বিশেষ সম্মানও জানানো হয়।
লর্ডস প্যাভিলিয়নের বোলার্স বারের বাইরে স্থাপিত এই ঘণ্টাটি। ২০০৭ সাল থেকে অনেকেই টেস্ট শুরুর আগে এই রীতি পালন করেছিলেন। যদিও এর আগে কখনই এতে অংশ নেননি ‘মাস্টার বাস্টার’। এবার লর্ডসে অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফির তৃতীয় টেস্টে এই সম্মান জানানো হল শচীনকে। লর্ডসে ঘণ্টা বাজিয়ে তৃতীয় টেস্ট শুরু করলেন তিনি। এর ফলে স্যার ভিভিয়ান রিচার্ডস, স্যার ইয়ান বোথাম, শেন ওয়ার্ন, সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়, কপিল দেবদের সঙ্গে এক কাতারে বসে পড়লেন তিনি।
সিরিজের ফলাফল আপাতত ১-১। লিডসে প্রথম টেস্টে পরাজয়ের পর এজবাস্টনে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে টিম ইন্ডিয়া। এবার শুভমানদের লক্ষ্য তৃতীয় টেস্টে। এই টেস্টে টসে জিতে প্রথমবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। প্রত্যাশামতোই জশপ্রীত বুমরাহ ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে। অন্যদিকে, জোফ্রা আর্চারকে এই টেস্টে খেলাচ্ছে ইংল্যান্ড।
সিরিজের তৃতীয় টেস্ট এমন এক মাঠে, যেখানে ইংল্যান্ডে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে ভারত। তবে ক্যাপ্টেন হিসেবে টেস্ট জিতলেও টস হারের হ্যাটট্রিক করলেন শুভমান গিল। যদিও টসের সময় গিল জানান, তিনি টসে জিতলে প্রথমে বোলিংই করতেন। যদিও টসের পর অবশ্য পাঁচ মিনিটের ঘণ্টা বাজিয়ে তৃতীয় টেস্ট শুরু করলেন শচীন। ক্রিকেটার হিসেবে তিনি সমস্ত মাইলফলক স্পর্শ করেছেন। এবার তাঁর মুকুটে আরও একটি নতুন পালক উঠল।
বেল বাজানোর আগে এমসিসি মিউজিয়ামে একটি অনুষ্ঠানে শচীনকে সম্মানিত করা হয়। সেখানে তাঁর একটি প্রতিকৃতি উন্মোচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন এমসিসি সভাপতি মার্ক নিকোলাস। নিজের প্রতিকৃতি উন্মোচন করেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক। প্রতিকৃতিটি এখন আইকনিক ভেন্যুতে কিংবদন্তিদের সঙ্গে স্থান করে নিয়েছে। শিল্পী স্টুয়ার্ট পিয়ারসন রাইটের তৈরি এই প্রতিকৃতিটি এই বছরের শেষ নাগাদ প্যাভিলিয়নে স্থানান্তরিত না হওয়া পর্যন্ত এমসিসি মিউজিয়ামে থাকবে। ১৮ বছর আগে মুম্বইয়ে শচীনের বাড়িতে শিল্পীর তোলা একটি ছবি থেকে এই প্রতিকৃতি আঁকা হয়েছে। সম্মান পেয়ে আপ্লুত শচীন বলেন, “এটা বিরাট সম্মানের। ১৯৮৩ সালে এখানেই বিশ্বকাপ জিতেছিল ভারত। তখন থেকেই লর্ডসের সঙ্গে আমার প্রথম পরিচয়। তখন কপিল দেবকে ট্রফি হাতে তুলতে দেখেছিলাম। সেই মুহূর্তটিই আমার ক্রিকেট যাত্রার সূচনা করেছিল। এখন এখানে প্রতিকৃতিটি দেখে ভালো লাগছে। যখন আমি আমার কেরিয়ারের কথা ভাবি, তখন আমার মুখে হাসি ফুটে ওঠে। এটি সত্যিই স্পেশাল।” উল্লেখ্য, ক্লাবটিতে বর্তমানে প্রায় ৩,০০০ ছবি রয়েছে। এর মধ্যে প্রায় ৩০০টি প্রতিকৃতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.