Advertisement
Advertisement
India oval test

‘সুপারম্যান’ সিরাজদের প্রশংসায় পঞ্চমুখ শচীন, ‘গাব্বার থেকেও ওভালের জয় এগিয়ে’, মত সানির

ম্যাচের পঞ্চম দিনে গিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জেতে ভারত।

Sachin Tendulkar, Sunil Gavaskar reacts on India winning Oval test
Published by: Anwesha Adhikary
  • Posted:August 4, 2025 6:17 pm
  • Updated:August 4, 2025 6:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হারের মুখ থেকে জয় ছিনিয়ে এনেছে ভারত। শুভমান গিলের নতুন ভারতের দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটমহল। সুনীল গাভাসকর থেকে শচীন তেণ্ডুলকর, ভারতের দুর্ধর্ষ জয়ে সকলেই উচ্ছ্বসিত। দলের সকলকে ‘সুপারম্যান’ আখ্যা দিয়েছেন শচীন। ওভালের জয়কে গাব্বার ঐতিহাসিক জয়ের থেকেও এগিয়ে রাখছেন গাভাসকর।

Advertisement

ওভাল টেস্টের ফয়সালা হয়তো চতুর্থ দিনের শেষেই হয়ে যেত। আচমকাই খারাপ আলোর জন্য দিনের খেলা শেষ হয়ে যায়। শেষবেলায় তেতে উঠেছিল ভারতীয় পেস ব্যাটারি। সেঞ্চুরির পর প্রসিদ্ধ কৃষ্ণ (১২৬/৪) আর বিপজ্জনক হয়ে উঠতে দেননি জো রুটকে। ১০৫ রানে আউট হন ইংরেজ ব্যাটার। তার আগেই আউট হয়েছিলেন হ্যারি ব্রুক (১১১)। সেই সময় যে ‘মোমেন্টাম’টা ভারতীয় পেসাররা পেয়েছিল, তাতে মনে হচ্ছিল, সম্ভব, কামব্যাক সম্ভব।

ম্যাচের পঞ্চম দিনে গিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জেতে ভারত। তারপরেই উচ্ছ্বাসে মাতোয়ারা গোটা দেশ। সুনীল গাভাসকর সাফ জানিয়ে দেন, “এই জয় গাব্বার থেকেও অনেক বড়।” ২০২১ সালে অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচ ছিল গাব্বায়। প্রথম দলের একাধিক তারকাকে বাদ দিয়েই সেই মরণবাঁচন ম্যাচ জেতে ভারত। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয়ের মধ্যে অন্যতম সেই গাব্বা। কিন্তু সেই জয়ের থেকেও ওভালের রুদ্ধশ্বাস লড়াইকে এগিয়ে রাখছেন গাভাসকর।

ওভাল টেস্টের পর উচ্ছ্বসিত শচীন এক্স হ্যান্ডেলে লেখেন, ‘টেস্ট ক্রিকেট মানেই গায়ে কাঁটা দেওয়া। সিরিজ ২-২ হলেও পারফরম্যান্সে দশে দশ। ভারতের সুপারম্যানরা, অসাধারণ জয়।’ কেবল কিংবদন্তিরা নন, ভারতের দুরন্ত জয়ে উল্লাসে মেতেছেন আমজনতাও। ৩০১/৩ থেকে ইংল্যান্ড যেভাবে ৩৬৭ রানে অলআউট হয়ে গেল, সেই দেখে টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ