সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডসের অনার বোর্ডে তো আপনার নাম নেই। ক্রিকেটের মক্কায় এভাবেই ‘অপমানিত’ হতে হল শচীন তেণ্ডুলকরকে! উল্লেখ্য, বৃহস্পতিবার লর্ডসে এমসিসি মিউজিয়ামে একটি অনুষ্ঠানে শচীনকে সম্মানিত করা হয়। সেখানে তাঁর একটি প্রতিকৃতি উন্মোচিত হয়। তারপরেই শচীনকে কটাক্ষ করেন এমসিসি প্রেসিডেন্ট মার্ক নিকোলাস।
বৃহস্পতিবার লর্ডসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরু করেন মাস্টার ব্লাস্টার। তার আগেই লর্ডসের এমসিসি মিউজিয়ামে নিজের প্রতিকৃতি উন্মোচন করেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক। প্রতিকৃতিটি এখন আইকনিক ভেন্যুতে কিংবদন্তিদের সঙ্গে স্থান করে নিয়েছে। শিল্পী স্টুয়ার্ট পিয়ারসন রাইটের তৈরি এই প্রতিকৃতিটি এই বছরের শেষ নাগাদ প্যাভিলিয়নে স্থানান্তরিত না হওয়া পর্যন্ত এমসিসি মিউজিয়ামে থাকবে। ১৮ বছর আগে মুম্বইয়ে শচীনের বাড়িতে শিল্পীর তোলা একটি ছবি থেকে এই প্রতিকৃতি আঁকা হয়েছে।
সম্মান পেয়ে আপ্লুত শচীন বলেন, “এটা বিরাট সম্মানের। ১৯৮৩ সালে এখানেই বিশ্বকাপ জিতেছিল ভারত। তখন থেকেই লর্ডসের সঙ্গে আমার প্রথম পরিচয়। তখন কপিল দেবকে ট্রফি হাতে তুলতে দেখেছিলাম। সেই মুহূর্তটিই আমার ক্রিকেট যাত্রার সূচনা করেছিল। এখন এখানে প্রতিকৃতিটি দেখে ভালো লাগছে। যখন আমি আমার কেরিয়ারের কথা ভাবি, তখন আমার মুখে হাসি ফুটে ওঠে। এটি সত্যিই স্পেশাল।”
তবে জাতীয় দলের হয়ে লর্ডসে সেঞ্চুরি করতে পারেননি শচীন। বৃহস্পতিবার সেই অনুষ্ঠান চলাকালীন নিকোলাস বলেন, “তুমি তো লর্ডসের অনার্স বোর্ডে জায়গা করে নিতে পারনি। কেন বলোতো? আমার মনে হয় উচ্চমানের ব্রিটিশ বোলিংয়ের কারণেই।” সঙ্গে সঙ্গে মার্ককে পালটা দিয়ে শচীন বলেন, “আমার তো মনে হয় ১৯৯৮ সালে একটা মেমোরিয়াল ম্যাচে সেঞ্চুরি করেছিলাম। আসলে এই বোর্ডে নাম থাকাটা আমার কপালে ছিল না, তাই লেখা হয়নি।” উল্লেখ্য, এমসিসি একাদশের বিরুদ্ধে বিশ্ব একাদশের হয়ে খেলেছিলেন শচীন। গ্লেন ম্যাকগ্রা, জাভাগল শ্রীনাথ, অ্যালান ডোনাল্ড, ব্রায়ান ম্যাকমিলান, অনিল কুম্বলের মতো বোলারদের বিরুদ্ধে ১২৫ রান করেন ক্রিকেটের ঈশ্বর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.