সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে দল কিনলেন সলমন খান। দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন সলমন। এর আগে আইএসপিএল লিগে দল কিনেছেন অমিতাভ বচ্চন (মুম্বই), অক্ষয় কুমার (শ্রীনগর), সইফ-করিনা (কলকাতা), হৃত্বিক (বেঙ্গালুরু), রামচরণ (হায়দরাবাদ) ও সুরিয়া (চেন্নাই)। এবার তৃতীয় সিজনে তারকাখচিত এই লিগে তাঁদের সঙ্গে লড়বেন সলমনও।
বুধবার আইএসপিএল থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে চলেছে বলিউডের ‘ভাইজান’। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে যুক্ত হতে পেরে খুবই খুশি সলমন। তিনি বলেন, “ক্রিকেট এমন এক হৃদস্পন্দন, যা ভারতের প্রতিটি রাস্তার আনাচকানাচে প্রতিধ্বনিত হয়। আর সেই প্রতিধ্বনির শক্তি স্টেডিয়ামে পৌঁছলেই আইএসপিএলের মতো লিগের জন্ম হয়।”
সলমন আরও বলেন, “সব সময়েই এই খেলাটির প্রতি আগ্রহী। আইএসপিএলে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। অনন্য এই লিগ দেশের তৃণমূল স্তরের ক্রিকেটকে উৎসাহিত করে। তাছাড়াও প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এই লিগ মূল্যবান এক প্ল্যাটফর্মও। তবে এটা কেবল শুরু। সিজন ৩ উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকরা আমাদের দল সম্পর্কে ধাপে ধাপে জানতে পারবেন।”
আইএসপিএলের কোর কমিটির সদস্য শচীন তেণ্ডুলকর বলেন, “লিগের গত দু’টি মরশুমে দেশজুড়ে ভক্তদের কাছ থেকে অনেক সমর্থন এবং ভালোবাসা পেয়েছে। বিভিন্ন পটভূমি থেকে উঠে আসা খেলোয়াড়দের মনোবল বাড়িয়ে তোলে এই লিগ। দলে জায়গা পাওয়ার জন্য তাঁদের পরিশ্রম দৃষ্টান্তমূলক। নতুন মরশুমে তাঁদের উৎসাহিত করার জন্য আরও অনেক নতুন সমর্থক আসবেন।” প্রসঙ্গত, আইএসপিএলের দ্বিতীয় মরশুম দুর্দান্ত হিট হয়েছিল। ২৮ মিলিয়নেরও বেশি টিভি দর্শকের দেখেছেন এই লিগ। প্রথম মরশুমের তুলনায় দ্বিতীয় মরশুমে টিভি দর্শক সংখ্যা ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টি-টেন এই লিগটি খেলা হয় টেনিস বলে। আগামী বছর লিগটিতে যুক্ত হতে চলেছে আহমেদাবাদও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.