Advertisement
Advertisement
Abhishek Sharma

অভিষেকের মধ্যে নিজের ছায়া দেখছেন? ভারতীয় ওপেনারকে নিয়ে মুখ খুললেন জয়সূর্য

অনেকেই তাঁকে ডাকা শুরু করেছেন ‘পরবর্তী জয়সূর্য’।

Sanath Jayasuriya opens up about Indian opener, sees his shadow in Abhishek Sharma
Published by: Prasenjit Dutta
  • Posted:September 27, 2025 2:47 pm
  • Updated:September 27, 2025 2:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগুনে মেজাজে ব্যাটিং করে একটি টি-টোয়েন্টি এশিয়া কাপে সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে নজিরও গড়েছেন। অনেকেই তাঁকে ডাকা শুরু করেছেন ‘পরবর্তী জয়সূর্য’। এই প্রসঙ্গে শ্রীলঙ্কার হেডকোচ সনৎ জয়সূর্য টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনারের ভূয়সী প্রশংসা করেছেন।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১ বলে ৬১ রান করে আউট হন অভিষেক শর্মা। তাঁর ইনিংসে ৮টি চার, ছক্কার সংখ্যা ২। স্ট্রাইক রেট ১৯৬.৭৭। এমন নির্ভীক ইনিংসের পর শ্রীলঙ্কার হেডকোচ বলেন, “অভিষেক ওর স্বাভাবিক খেলাটা খেলেছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ওকে ওর স্বাভাবিক খেলা খেলতে উৎসাহিত করেছে।”

ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে জয়সূর্যর কাছে জানতে চাওয়া হয়, অভিষেকের সঙ্গে নিজের কোনও মিল পান কি না? জবাবে, লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার বলেন, “যখন কেউ তার স্বাভাবিক খেলাটা খেলে, তখন তাকে উৎসাহ দেওয়াটাও দরকার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি, কোচিং স্টাফরা ওকে স্বাভাবিক খেলাটা খেলার স্বাধীনতা দিয়েছে। এটাই মূল কথা।”

৩০৯ রান পকেটে নিয়ে এই এশিয়া কাপে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। ছয় ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ২০৪.৬৪। শুধু এই এশিয়া কাপে নয়, সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে যত এশিয়া কাপ হয়েছে, তার একটি সংস্করণে সবচেয়ে বেশি রান অভিষেকেরই। তাঁর পিছনে আছে ২০২২ সালে পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের ২৮১ রান। এখানেই শেষ নয়। একটি টি-টোয়েন্টি সিরিজ বা একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন অভিষেক। এখনও ফাইনাল বাকি। সেখানে রান পেলে সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবেন। আর এবার শ্রীলঙ্কার কোচ অভিষেককে তো বটেই, তারিফ করলেন ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ