সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটি দল ক্রিকেট দল কিনলেন সঞ্জীব গোয়েঙ্কা। এই নিয়ে তিনটে দলের মালিক হলেন তিনি। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এর ফ্র্যাঞ্চাইজি ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ৭০ শতাংশ মালিকানা কিনেছে গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। সেই চুক্তি বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। কেন এই দিনেই সই করলেন তিনি?
আইপিএলে এমনিতেই আরপিএসজি গ্রুপের দল রয়েছে। লখনউ সুপার জায়ান্টস। এবার ইংল্যান্ডের জনপ্রিয় টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এও ঢুকে পড়ল তারা। এর আগে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে ডারবানের দল কিনেছিলেন তিনি। অর্থাৎ, এখন তাঁর মালিকানায় সব মিলিয়ে তিনটি ক্রিকেট দল।
খবর যা, লখনউ সুপার জায়ান্টসের মতোই ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস নামে খেলতে চায় তারা। যদিও আগামী মরশুম থেকে নতুন নামে খেলবে গোয়েঙ্কার দল। তবে এবার ম্যাঞ্চেস্টার অরিজিনাল নামে খেলবে তারা। জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে চুক্তির ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল আরপিএসজি গ্রুপের। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ছিল হরিয়ালি অমাবস্যা। সেই কারণেই নতুন চুক্তিতে সই করার জন্য বৃহস্পতিবারকেই বেছে নিয়েছিলেন তিনি।
গোয়েঙ্কাপুত্র তথা আরপিএসজি গোষ্ঠীর সহ-সভাপতি শাশ্বত গোয়েঙ্কা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ম্যাঞ্চেস্টার সিটির জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ জানাতে চান। তাঁর মন্তব্য, “আমাদের দল ফুটবল নয়, ক্রিকেট খেলে। ম্যাঞ্চেস্টারে তৃতীয় বড় দল হিসেবে উঠে আসুক ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস, এটাই চাই। আমরা ম্যাঞ্চেস্টারের দুই দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।” প্রসঙ্গত, জস বাটলার, ফিল সল্টের মতো তারকারা ম্যাঞ্চেস্টার অরিজিনালসের দলে রয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.