ছবি দেবাশিস সেন
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যন্ত্রণাকে উপেক্ষা করে নতুন রূপকথা লিখেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যাঞ্চেস্টার টেস্টে ক্রিস ওকসের বল রিভার সুইপ করতে গিয়ে পায়ের পাতায় চোট পেয়েছিলেন তিনি। চোট এতটাই গুরুতর যে, ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় দিন শুরুর আগে ঘোষণা করা হয়, ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন। যদিও দেখা যায়, দলের স্বার্থে ব্যাটিং করতে নামেন পন্থ। গোটা স্টেডিয়াম তাঁর সাহসিকতায় মুগ্ধ হয়ে করতালি দিয়ে অভিবাদন জানায়। চোট নিয়েও তিনি ৫৪ রানের ইনিংস উপহার দেন। আর এবার আইপিএলের ‘তিক্ত অতীত’ ভুলে পন্থের লড়াইকে কুর্নিশ জানালেন লখনউ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
পন্থের দৃঢ়তার প্রশংসা করে এক্স হ্যান্ডেলে গোয়েঙ্কা লেখেন, ‘এটা শুধু প্রতিভা নয়। এটা চরিত্র। স্যালুট।’ ভাঙা পায়ের সমস্ত ব্যথা সহ্য করে, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠে ব্যাট করতে নামেন ভারতীয় উইকেটরক্ষক। প্রত্যেক রানের জন্য দর্শকদের অভিবাদন কুড়োলেন। দ্বিতীয় দিনে ভারতের রান তখন ৩০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে তখন হঠাৎই দেখা গেল ভারতীয় দলের জার্সি গায়ে দাঁড়িয়ে রয়েছেন ঋষভ পন্থ। ক্যামেরায় তাঁর মুখ ভেসে উঠতেই মাঠে উপস্থিত দর্শকরা তাঁকে অভিবাদন জানান। তখনই বোঝা গিয়েছিল, দলের দরকারে ব্যাট করতে নামবেন তিনি। শার্দূল ঠাকুর ৪১ রানে সাজঘরে ফেরার পর যখন ব্যাট করতে নামলেন পন্থ, দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান।
ভারতীয় টেস্ট সহ-অধিনায়ক তথা এলএসজি অধিনায়কের এমন সাহসী মনোভাবের তারিফ করেছেন গোয়েঙ্কা। আইপিএল চলাকালীন গোয়েঙ্কা এবং পন্থের ছবি এবং ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হয়েছে। এমনকী নেটিজেনরা মালিক এবং অধিনায়কের অম্লমধুর সম্পর্কের নিয়ে মাঝেমাঝেই জল্পনা উসকে দিয়েছিলেন। অথচ দিল্লির বিরুদ্ধে একপ্রকার জেতা ম্যাচ যখন হেরে গিয়েছিল লখনউ, তখন পন্থ-সহ সকলকে ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছিলেন গোয়েঙ্কা। আর এবার সাহসী পন্থকে নিয়ে গর্বিত এলএসজি মালিক।
Not just talent. This is character. Salute.
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka)
বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। প্রথমে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা চলে। শুভমান গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তখন ঋষভের পাশে দাঁড়িয়ে। টিমের ডাক্তার এসে ঋষভের চোট পরীক্ষা করেন। তারপর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় ঋষভকে। তিনি কি দ্বিতীয় ইনিংসেও ফের ব্যাটিং করতে নামবেন? সময়ই এর উত্তর দেবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.