Advertisement
Advertisement
Sanju Samson

দল না চাইলেও রাজস্থান ছাড়ার সিদ্ধান্ত ‘বিরক্ত’ সঞ্জুর, সতীর্থরাই নেপথ্য কারণ?

বুধবারই রাজস্থান রয়্যালস জানিয়েছিল, সঞ্জুকে ছাড়া হবে না।

Sanju Samson asks Rajasthan Royals to release him amid dispute

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 7, 2025 6:22 pm
  • Updated:August 7, 2025 6:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শুরু হতে এখনও বহুদিন বাকি। কিন্তু তার মধ্যেই তরজা শুরু হল রাজস্থান রয়্যালস শিবিরে। দলের দীর্ঘদিনের সদস্য সঞ্জু স্যামসন এবার প্রকাশ্যেই জানিয়ে দিলেন, তিনি রাজস্থান শিবির ছাড়তে চান। কারণ দলের ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছে না। যদিও বুধবারই রাজস্থান রয়্যালস জানিয়েছিল, সঞ্জুকে ছাড়া হবে না।

Advertisement

২০১২ সাল থেকে আইপিএলে খেলছেন সঞ্জু। প্রথম বছর কেকেআরে থাকলেও সেভাবে খেলার সুযোগ পাননি। ২০১৩ সালে তাঁকে সই করায় রাজস্থান। প্রথম দফায় ৩ মরশুম রাজস্থানের হয়ে খেলেন। ২০১৬ এবং ২০১৭ সালে খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এর পর ২০১৮ সালে তাঁকে আবার কিনে নেয় রাজস্থান। তারপর থেকেই রাজস্থানের মুখ হয়ে উঠেছেন সঞ্জু। ২০২১ সালে তাঁকে অধিনায়ক করা হয়। তাঁর অধিনায়কত্বে ২০২২ সালে ফাইনালে ওঠে রাজস্থান। ২০২৪ সালেও দলকে প্লে-অফে তোলেন সঞ্জু।

কিন্তু গত আইপিএল থেকেই রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে সমস্যা শুরু হয় সঞ্জুর। সাধারণত ওপেন করতেই স্বচ্ছন্দ বোধ করেন সঞ্জু। কিন্তু গত মরশুমে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর ওপেনিং জুটি বেশ সফল হয়। বাধ্য হয়ে ব্যাটিং অর্ডার পালটাতে হয় সঞ্জুকে। এমনকি টুর্নামেন্ট চলাকালীন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তাঁর মতানৈক্যের খবরও পাওয়া গিয়েছে। সবমিলিয়ে সঞ্জু চাইছেন না রাজস্থানে আর থাকতে।

এহেন পরিস্থিতিতে রাজস্থানের এক গুরুত্বপূর্ণ কর্তা জানিয়েছেন, “সঞ্জু-সহ অন্য কোনও ক্রিকেটারকেও এই মুহূর্তে সরাসরি বিক্রি করা হবে না। সঞ্জুকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই দেখা হয়। ও-ই দলের ক্যাপ্টেন।” কিন্তু এই বার্তা প্রকাশ্যে আসার পরদিনই খবর ছড়ায়, সরকারিভাবে রাজস্থান ছাড়ার আবেদন জানিয়ে ফেলেছেন সঞ্জু। নিলাম হোক বা ট্রেডিং-যেকোনওভাবে রাজস্থান ছাড়তে চান তিনি। তাঁর ঘনিষ্ঠমহলের মতে, রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে যেভাবে সঞ্জুর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, তাতে তিনি আর দলের সঙ্গে থাকতে চান না। দু’পক্ষের এই দড়ি টানাটানি শেষ পর্যন্ত কতদূর যায়, নজর ক্রিকেটমহলের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ