Advertisement
Advertisement

Breaking News

Sanju Samson

পাঁচ নম্বরে মানিয়ে নিতে শেখো! গিলের নাম তুলে সঞ্জুকে ‘মিষ্টি সুরে’ বার্তা ভারতের কোচের

আর কত নিচে নামানো হবে সঞ্জুকে?

Sanju Samson is considering for no 5 role, said India team assistant coach

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:September 24, 2025 2:00 pm
  • Updated:September 24, 2025 2:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম একাদশে সুযোগ পাবেন কি পাবেন না, তা নিয়ে দীর্ঘ সংশয় ছিল। সঞ্জু স্যামসন জায়গা পেলেন ঠিকই, তবে অনেকটা নিচের দিকে। ওপেনিংয়ের জায়গাটা ছেড়ে দিতে হয়েছে সহ-অধিনায়ক শুভমান গিলকে। আর হয়তো শুরুর দিকে জায়গা পাওয়া হবেও না। সেটা কার্যত জানিয়ে দিলেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।

Advertisement

টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে যথেষ্ট সফল সঞ্জু। তিনটে সেঞ্চুরিও করেছিলেন। কিন্তু সেটা ছিল ‘পার্টটাইম’। এশিয়া কাপের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক আগরকর তো বলেছিলেন, “যখন গিল ছিল না, তখন স্যামসন খেলেছে।” ফলে সঞ্জুকে এখন দেখা হচ্ছে ৫ নম্বরে। ওমানের বিরুদ্ধে যখন ভারতীয় ব্যাটিং সমস্যায় পড়েছিল, তখন হাফসেঞ্চুরি করেছিলেন সঞ্জু। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ১৭ বলে ১৩ রান করেন। ফলে ‘ফিনিশারে’র দায়িত্ব কতটা সামলাতে পারবেন, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

কিন্তু পাঁচ নম্বরেই ব্যাট করতে হবে সঞ্জুকে। যা নিয়ে দুশখাতে বলেছেন, “শুভমান ও অভিষেক এখন শুরুতে খেলছে। তারপর অধিনায়ক তিন নম্বরে খেলছে। তাছাড়া তিলক পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে খেলেছে, তাতে আমাদের শুধু এখন পাঁচ নম্বরে খেলার জন্য একজনকে দরকার। আমাদের মতে, সঞ্জু স্যামসন ওই জায়গার জন্য আদর্শ। কোনও সন্দেহ নেই যে ওই জায়গায় কীভাবে খেলতে হয়, সেটা ও ভবিষ্যতে ঠিক খুঁজে নেবে।”

কিন্তু যদি খুঁজে না পান? তাহলে কি দল থেকে বাদই পড়বেন? ‘মিষ্টি সুরে’ কি সেটাই জানিয়ে দিলেন দুশখাতে? বিশেষ করে গিল এই মুহূর্তে যে ফর্মে আছেন, তাতে পুরনো জায়গা ফিরে পাওয়া মুশকিল। আবার রিঙ্কু সিংয়ের মতো ফিনিশার দলের বাইরে বসে আছেন। ফলে সঞ্জুর জন্য পরীক্ষা শেষ হচ্ছে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ