Advertisement
Advertisement
Team India

সুযোগ পেতেই সদ্ব্যবহার সঞ্জুর, তুলনায় কমজোর ওমানের বিরুদ্ধে ২০০ হল না ভারতের

অসাধারণ হাফসেঞ্চুরি করেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক।

Sanju Samson makes good use of the opportunity, India fails to score 200 against Oman
Published by: Prasenjit Dutta
  • Posted:September 19, 2025 9:47 pm
  • Updated:September 19, 2025 10:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিল এশিয়া কাপের দলে সুযোগ পাওয়ায় ওপেনিংয়ে জায়গা হারিয়েছেন সঞ্জু স্যামসন। শুক্রবার শাহ ফয়সলের বলে মাত্র ৫ রানে আউট হয়ে গেলেন শুভমান গিল। এরপর নামেন সঞ্জু। তাঁর দায়িত্বশীল অর্ধশতক টিম ইন্ডিয়াকে বড় রানে পৌঁছিয়ে দিল বটে, কিন্তু ২০০ হল না। তুলনায় কমজোর ওমানের বিরুদ্ধে ভারতের ইনিংস থামল ১৮৮ রানে। 

Advertisement

ভারতের রান যখন ৬, ফিরে গেলেন গিল। এরপর পুরনো পার্টনারকে পেয়েই যেন ফের একবার নিজেকে ফিরে পেলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। উইকেটের অন্য প্রান্তে রীতিমতো ঝড় তুললেন অভিষেক শর্মা। ১৫ বলে ৩৮ রানের ছোট্ট অথচ সাইক্লোনিক ইনিংস খেলে বাঁ-হাতি ওপেনার আউট হলেও সহজে দমানো যায়নি সঞ্জুকে। অভিষেক-সঞ্জুর পার্টনারশিপে উঠল ৬৬ রান।

হার্দিক পাণ্ডিয়া (১) নামলেও ব্যাট হাতে ফ্লপ। তিনি যখন আউট হলেন, ভারতের রান ৩ উইকেটে ৭৩। পাঁচে নামা অক্ষর প্যাটেল ২৬ রানে ফিরে গেলেন। শিবম দুবেও ৫ রানের বেশি করতে পারলেন না। এই সময় বড় রানের জন্য একটা পার্টনারশিপ দরকার ছিল ভারতের।

তিলক বর্মা (২৯)-র সঙ্গে গুরুত্বপূর্ণ ৪১ রানের পার্টনারশিপ গড়ে ৪৫ বলে ৫৬ রানে আউট হয়ে গেলেন সঞ্জু। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩টি চার, ৩টি ছক্কা দিয়ে। শেষের দিকে এশিয়া কাপে প্রথমবার সুযোগ পাওয়া হর্ষিত রানা অপরাজিত থাকলেন ৮ বলে ১৩ রানে। অন্তিম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ভারতের রান নিয়ে গেলেন ১৮৮-তে। তবে ওমানের বুদ্ধিদীপ্ত বোলিংয়েরও প্রশংসা করতে হয়। শাহ ফয়সল, সময় শ্রীবাস্তব এবং আমির কালিম নিলেন ২টি করে উইকেট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ