Advertisement
Advertisement
Sanju Samson

ঘরোয়া লিগে ব্যাট চলছে না! এশিয়া কাপের আগে চিন্তা বাড়াচ্ছে সঞ্জুর ফর্ম

একেবারেই চেনা ছন্দে দেখা যাচ্ছে না এই উইকেটরক্ষক-ব্যাটারকে।

Sanjur Samson's form raises concerns ahead of Asia Cup
Published by: Prasenjit Dutta
  • Posted:August 24, 2025 9:03 pm
  • Updated:August 24, 2025 9:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের দিন ঘনিয়ে আসছে। কিন্তু তার আগে বারবার হতাশ করছেন সঞ্জু স্যামসন। তিনি এখন কেরল ক্রিকেট লিগে খেলছেন। সেখানে একেবারেই চেনা ছন্দে দেখা যাচ্ছে না এই উইকেটরক্ষক-ব্যাটারকে।

Advertisement

কেসিএলে সঞ্জু কোচি ব্লু টাইগার্সের নেতৃত্ব দিচ্ছেন। আলেপ্পি রিপলসের বিরুদ্ধে ম্যাচে ৬ নম্বরে ব্যাটিং করতে নামেন তিনি। কিন্তু যে মারমুখী চেহারায় তাঁকে দেখতে অভ্যস্ত সমর্থকরা, তাঁদের চূড়ান্ত হতাশ হতে হল। ২২ বলে মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরতে হল তাঁকে।

এশিয়া কাপে সঞ্জু স্যামসনকে ভারতীয় দলে রেখেছেন নির্বাচকরা। কিন্তু ওপেনিংয়ে তাঁর জায়গা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ সুযোগ পেয়েছেন শুভমান গিল। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগরকরের বক্তব্যে তাঁর ইঙ্গিত মিলেছে। রবিচন্দ্রন অশ্বিন থেকে সুনীল গাভাসকরের মতো প্রাক্তন তারকারাও কিন্তু সেটাই মনে করছেন।

শেষ ১০টি ইনিংসের মধ্যে তিনটি সেঞ্চুরি করেছেন সঞ্জু। তবে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে রান পাননি ভারতীয় দলের উইকেটকিপার। গৌতম গম্ভীর ওপেনিংয়ে তাঁর উপর ভরসা দেখিয়েছেন। এবার গিল যদি অভিষেক শর্মার সঙ্গে ওপেন করেন, তাহলে কোপ পড়তে পারে সঞ্জুর উপর। প্রধান নির্বাচক আগরকর তো বলেই দিলেন, “যখন গিল ছিল না, তখন স্যামসন খেলেছে।” তাহলে গিল ফিরে আসতেই কি বাদ সঞ্জু? এই প্রশ্ন আরও জোরাল হয়ে উঠছে একটাই কারণে, কেসিএলে সঞ্জুর ব্যাট না চলা। তবে, সঞ্জু আরও বেশ কিছু ম্যাচ হাতে পাচ্ছেন। ভারতীয় দলে তাঁর জায়গা পাকা করতে এই ম্যাচগুলিতে রানে ফিরতেই হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ