সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দলের বাইশগজের লড়াইয়ের পাশাপাশি যিনি সবচেয়ে বেশি খবরে ছিলেন তিনি হলেন শচীন তেন্ডুলকরের কন্য়া সারা। শুভমান গিলের সঙ্গে নাম জড়িয়ে বিশ্বকাপের মরশুমে সারা টক অফ দ্য টাউন। তবে সারা আর শুভমানকে নিয়ে গুঞ্জনপাড়ায় চর্চা বহুদিনের। বিশ্বকাপের সময় এই চর্চা বেড়ে তিনগুণ। ঠিক এই সময়ই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে শুভমান ও সারার একটি ঘনিষ্ঠ ছবি। যা নিয়ে তোলপাড় নেটপাড়া। পরে অবশ্য জানা যায়, সারা ও শুভমানের এই ছবি ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ডিপফেক এই ছবি নিয়ে এতদিন কোনও মন্তব্য পাওয়া যায়নি সারার কাছ থেকে। তবে এবার সোশাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে সারা গর্জে উঠলেন ডিপফেকের বিরুদ্ধে।
সারা কী লিখলেন?
ইনস্টাগ্রামে সারা লিখলেন, ”সোশাল মিডিয়া একটা দারুণ জায়গা। এখানে আমরা আনন্দ,দুঃখ এবং প্রতিদিন কী ঘটছে তা শেয়ার করি। তবে এখন একটা জিনিস দেখে খুবই বিরক্ত যে এই প্রযুক্তিকে ভুলভাবে ব্য়বহার করা হচ্ছে। যার কোনও সত্যতা নেই, তা ছড়িয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটে। আমার ডিপফেক ফটো তৈরি করা হয়েছে। এই ছবি একেবারেই ভুয়ো।”
সারার কথায়, ”বেশ কিছু এক্স প্রোফাইল তৈরি হয়েছে, যার মাধ্যমে বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। মানুষকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এক্সে আমার কোনও অ্য়াকাউন্ট নেই। আশা করব, এক্স এই অ্য়াকাউন্টগুলোর প্রতি নজর দেবে এবং বাতিল করবে। সত্যকে লুকিয়ে বিনোদন হয় না। সঠিক তথ্যকেই মান্যতা দিন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.