Advertisement
Advertisement
Sarfaraz Khan

প্রথম দেখাতেই প্রেম! কাশ্মীরে বিয়ে সারলেন সরফরাজ, শুভেচ্ছা সূর্যকুমার-অক্ষরের, পাত্রী কে?

বিয়ের দিনও ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন এড়াতে পারলেন না তিনি।

Sarfaraz Khan gets married in Kashmir, See pics | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 7, 2023 4:47 pm
  • Updated:August 7, 2023 4:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের নয়া ইনিংস শুরু করলেন সরফরাজ খান। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি পোস্ট করে সুখবর দেন মুম্বইয়ের তরুণ তুর্কি। সরফরাজকে শুভেচ্ছা জানালেন সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেলরা।

Advertisement

কাশ্মীরের সোপিয়ান জেলায় চারহাত এক হল সরফরাজের। বিয়ে উপলক্ষে সেজে উঠেছিল আইপিএল তারকার শ্বশুরবাড়ি। নেটদুনিয়ায় যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে, সেখানেই দেখা যাচ্ছে কালো শেরওয়ানিতে সেজেছেন সরফরাজ। আর লাল লেহঙ্গা ও সোনার সাজে নজর কাড়ছেন কনে। সরফরাজ জানান, “উপরওয়ালাই চেয়েছিলেন যেন আমার বিয়েটা কাশ্মীরে হয়। এই শহর আমায় অনেক ভালবাসা দিয়েছে। যখনই সময় পাব এখানে চলে আসব।” তরুণ তারকাকে ইনস্টাগ্রামে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সতীর্থ সূর্যকুমার, উমরান মালিক, অক্ষররা। ২০১৪ সালে সূর্যকুমারের নেতৃত্বেই মুম্বইয়ের জার্সিতে রনজি ট্রফিতে অভিষেক ঘটেছিল তাঁর।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী]

এবার নিশ্চয়ই জানতে চাইবেন কার সঙ্গে নতুন জীবনে পা রাখলেন সরফরাজ (Sarfaraz Khan)? পাত্রীর নাম রোমানা জহুর। সরফরাজের এক আত্মীয়ার সঙ্গে দিল্লিতে পড়াশোনা করতেন রোমানা। একবার তাঁর সঙ্গেই খেলা দেখতে গিয়ে সরফরাজের সঙ্গে আলাপ। প্রথম দেখাতেই রোমানার প্রেমে পড়ে যান সরফরাজ। ঠিক করে ফেলেন, এঁকেই বিয়ে করবেন। যেমন কথা তেমন কাজ। তবে একেবারে ঘরোয়া ভাবেই, পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিয়েটা সারলেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

যদিও বিয়ের দিনও ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন এড়াতে পারলেন না তিনি। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স সত্ত্বেও কেন টেস্টে জাতীয় দলে ডাক পাচ্ছেন না? দিল্লি ক্যাপিটালস তারকার সোপাসাপ্টা জানান, “উপরওয়ালা চেয়েছিলেন বিয়েটা কাশ্মীরে হোক। যদি তিনি চান, তাহলে আবার ভারতের হয়ে খেলব।”

[আরও পড়ুন: লিভ ইন পার্টনারের ২ সন্তানকে সেতু থেকে ধাক্কা যুবকের! ঝুলন্ত অবস্থাতেই ১০০ ডায়াল কিশোরীর]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement