ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালো ছন্দে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা হয়নি। এশিয়া কাপেও তাঁকে হিসেবের মধ্যে ধরা হচ্ছে না। তা বলে সরফরাজ খানের ব্যাট থেকে ঝোড়ো ব্যাটিংয়ের কমতি হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটে প্রয়োজনীয় সময়ে সেঞ্চুরি করে যেন ‘বঞ্চনার’ জবাব দিয়ে রাখলেন সরফরাজ।
ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজ ২-২ রেখে ফিরেছে ভারতীয় দল। মূল দলে জায়গা না হলেও ইন্ডিয়া এ দলের হয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন সরফরাজ খান। আবার আন্তর্দলীয় ম্যাচে ৭৬ বলে সেঞ্চুরি হাঁকান ভারতীয় ব্যাটার। এবার বুচিবাবু টুর্নামেন্টেও দারুণ ছন্দে সরফরাজ। মুম্বইয়ের হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে ১১৪ বলে ১৩৮ রান করেন ২৭ বছর বয়সি ব্যাটার।
যদিও সরফরাজ যখন ব্যাট করতে আসেন, তখন যথেষ্ট সমস্যায় ছিল মুম্বই দল। ৯৮ রানে ৩ উইকেট ছিল আয়ুষ মাত্রের দলের। বড় রান পাননি সরফরাজের ভাই, মুশির খানও। সেখান থেকে সুভেদ পারকরকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের ইনিংস এগিয়ে নিয়ে যান সরফরাজ। মারেন ১০টি চার ও ছয়টি ছয়। শেষ পর্যন্ত ১৩৮ রানে রিটায়ার্ড হার্ট হন। প্রথম দিনের শেষে মুম্বইয়ের রান ৫ উইকেট হারিয়ে ৩৬৭।
সামনে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। সেখানে কি সুযোগ পাবেন সরফরাজ? অন্তত ব্যাট হাতে, সেই পথ খোলা রাখছেন তিনি। এর পাশাপাশি ইংল্যান্ড সিরিজে ‘বঞ্চনা’র যোগ্য জবাবও দিচ্ছেন। উল্লেখ্য, দেড় মাসে ১০ কেজি ওজন কমিয়ে ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে তৈরি রেখেছিলেন সরফরাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.