সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলে প্রত্যাবর্তনে ধাক্কা খেলেন সরফরাজ খান। বুচি বাবু টুর্নামেন্টে পরপর দু’টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। জানা গিয়েছে কোয়াড্রিসেপস অর্থাৎ পেশিতে চোট পেয়েছেন তিনি। তাছাড়াও চোটের কবলে পড়েছেন ধ্রুব জুরেলও। দুই ক্রিকেটারেরই দলীপ ট্রফির সেমিফাইনালে খেলা কথা ছিল। কিন্তু যা পরিস্থিতি, তাতে শেষ চারের ম্যাচে তাঁরা নামতে পারবেন না।
পশ্চিমাঞ্চল সেমিফাইনালে উঠলে তাদের হয়ে খেলার কথা ছিল সরফরাজের। মধ্যাঞ্চলের হয়ে নামতেন জুরেল। জানা গিয়েছে, পেশিতে টান নিয়েই দীর্ঘক্ষণ ব্যাট করেছিলেন সরফরাজ। এতে সেঞ্চুরি না আটকালেও দলীপ ট্রফি থেকে ছিটকে যেতে হল তাঁকে। তিন সপ্তাহ অর্থাৎ সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এই মিডল অর্ডার ব্যাটারকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ধ্রুব জুরেলের কুঁচকির চোট এখনও পুরোপুরি সারেনি। তাঁকেও ছিটকে যেতে হয়েছে।
সরফরাজের চোট নিয়ে বলা হয়েছে, “কোয়াড্রিসেপস ইনজুরিতে ভুগছেন তিনি। পাঁচ দিন আগে বুচি বাবু টুর্নামেন্টে হরিয়ানার বিপক্ষে সেঞ্চুরি করার সময় এই চোট পেয়েছিলেন। চোট সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে। বর্তমানে সিওইতে রিহ্যাবের জন্য চিকিৎসা নিচ্ছেন সরফরাজ।”
আপাতত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে থাকতে হবে সরফরাজকে। তাঁর জায়গায় দলে নেওয়া হতে পারে শিবালিক শর্মাকে। বরোদার এই ব্যাটারের গড় নেহাৎ মন্দ নয়, ৪৩.৪৮। তাঁর নামের পাশে ১৮ ম্যাচে ১,০৮৭ রান। সেন্ট্রাল জোনে জুরেলের জায়গায় নেওয়া হয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক উপেন্দ্র যাদবকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি করেছেন ২,৪৮৪ রান। গড় ৪১.৪০। রয়েছে ৭টি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরি।
ইংল্যান্ড সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন সরফরাজ। এরপর ফিটনেসের জন্য অনেক খেটেছেন। ওজনও ঝরিয়েছেন অনেকটাই। এরপর বুচি বাবু টুর্নামেন্টে চেনা ছন্দেও ছিলেন। হরিয়ানার বিরুদ্ধে করেন ১১১ বলে ১১১। টিএনসিএ’র বিরুদ্ধে খেলেন ১১৪ বলে ১৩৮ রানের ঝোড়ো ইনিংস। ২ অক্টোবর থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। লক্ষ্য ছিল, দলীপ ট্রফির সেমিফাইনালে ভালো খেলবে জাতীয় দলের নির্বাচকদের নজরে আসা। কিন্তু চোট পাওয়ায় সেই সুযোগ হারালেন সরফরাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.