Advertisement
Advertisement
Gautam Gambhir

‘সুযোগ কাজে লাগাও…’, এশিয়া কাপের টিম ইন্ডিয়াকে ‘ভোকাল টনিক’ গম্ভীরের

আর কী বলেছেন ভারতীয় দলের হেডকোচ?

'Seize the opportunity...', Gautam Gambhir's 'vocal tonic' for Team India in Asia Cup

ছবি পিটিআই

Published by: Prasenjit Dutta
  • Posted:September 6, 2025 7:18 pm
  • Updated:September 6, 2025 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ আরব আমিরশাহি। তার আগে, শুক্রবার অনুশীলন শুরু করেছে টিম ইন্ডিয়া। এশিয়া কাপে নামার আগে দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। সে কথা প্রকাশ করেছেন শিবম দুবে।

Advertisement

কী বলেছেন গম্ভীর? বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দুবে বলেন, “কোচ বলেছেন, দেশের হয়ে খেলার সময় সব সময় নতুন কিছু করার সুযোগ থাকে। সেই সুযোগ কাজে লাগাও। সঠিকভাবে প্রশিক্ষণ নাও। ভালো ক্রিকেটার হয়ে ওঠো।” তাছাড়াও টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার জানিয়েছেন, প্রথম একাদশে জায়গা ধরে রাখতে মরিয়া তিনি।

৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহির মূলত দু’টি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি ৮টি ম্যাচ হবে দুবাইয়ে। তার আগে দুবাইতে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনে নেমে পড়েছে গিল-বুমরাহরা। সেই ছবি ভাইরালও হয়েছে।

বিসিসিআইয়ের ভিডিওয় শুভমান গিল বলছেন, “আমাদের দল খুবই ভালো। যেভাবে আমরা টি-টোয়েন্টি খেলছি, তা বিনোদনের চেয়ে কম কিছু নয়। দলে যোগ দিতে পেরে খুব উত্তেজিত।” অন্যদিকে, বুমরাহ বলেন, “অনেক দিন পর টি-টোয়েন্টি দলে যোগ দিয়ে সত্যিই ভালো লাগছে। তিন সপ্তাহের এই সময়টা সত্যিই ভালো ছিল। বাড়িতে কিছুটা সময় কাটাতে পেরেছি। তারণ্যই আমাদের দলের শক্তি।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement