Advertisement
Advertisement
Bangladesh vs Pakistan

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সংশয়ে সিরিজ! আদৌ পাক সফরে যাবে বাংলাদেশ?

পাকিস্তান ক্রিকেট বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কয়েকদিন সময় চেয়েছে।

Series in doubt amid India-Pakistan conflict! Will Bangladesh tour Pakistan at all?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 11, 2025 3:15 pm
  • Updated:May 11, 2025 3:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ ক্রিকেট দলের পাক সফরে যাওয়ার কথা। সিরিজের প্রথম দু’টি ম্যাচ ২৫ এবং ২৭ মে ফয়সালাবাদে। বাকি তিন ম্যাচ লাহোরে ৩১ মে থেকে ৩ জুনের মধ্যে হওয়ার কথা রয়েছে। যদিও যুদ্ধকালীন পরিস্থিতিতে আদৌ কি পাক সফরে যাবে বাংলাদেশ? জানা গিয়েছে, এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। সূত্রের খবর, বিসিবি কর্তারা এই সফর নিয়ে পিসিবি’র সঙ্গে আলোচনা করছেন।

Advertisement

সবার আগে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব দেবে বলে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বাংলাদেশ বোর্ড জানিয়েছে, “পাকিস্তানের বর্তমান পরিস্থিতি ভালোভাবে খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেটার, কোচ, কোচিং স্টাফদের নিরাপত্তা সবার আগে। এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে বাংলাদেশ দলের ভালো হয়।”

উল্লেখ্য, ১৭ এবং ১৯ মে শারজায় সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এখান থেকেই পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, “আমি পিএসএল চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। পিসিবি চেয়ারম্যানের সঙ্গেও যোগাযোগ করেছি। পরিস্থিতি খতিয়ে দেখতে নিয়মিত যোগাযোগ রাখতেই হচ্ছে।”

অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে ওঠে। পিএসএল খেলতে গিয়ে পাকিস্তানে আটকে পড়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। যদিও আপৎকালীন পরিস্থিতিতে তাঁদের দেশে ফেরানো হয়েছে। পাকিস্তানের পরিস্থিতি যে কতটা ভয়াবহ, সেই অভিজ্ঞতার কথা ফুটে ওঠে রিশাদ হোসেনের কথায়। এমনকী টম কুরান যে শিশুর মতো কান্নায় ভেঙে পড়েছিলেন, সে কথাও তিনি জানান। তাছাড়াও ড্যারিল মিচেল রিশাদকে বলেছিলেন, “আর কখনও পাকিস্তানে আসব না। অন্তত এমন পরিস্থিতিতে তো নয়ই।” এই আবহে আদৌ বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানো হবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কয়েকদিন সময় চেয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement