Advertisement
Advertisement
Shaheen Afridi

‘ফাইনালে জবাব পাবে ওরা…’, সূর্যের ‘কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই’ মন্তব্যে বিস্ফোরক শাহিন

আর কী বলেছেন পাক পেসার?

Shaheen Afridi explodes over Suryakumar Yadav's 'no competition' comment
Published by: Prasenjit Dutta
  • Posted:September 24, 2025 5:21 pm
  • Updated:September 24, 2025 5:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রুপ পর্বের ম্যাচ তো বটেই, এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচেও ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান। আর সেই ম্যাচ জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারের ক্ষতে নুনের ছিটে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। বাইশ গজে ওয়াঘার দু’পারের দুই দেশের আটাত্তর বছরের দ্বন্দ্বকে আর ‘বিশেষ’ মর্যাদা দিতে রাজি ছিলেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক। এবার সূর্যকুমারের মন্তব্য নিয়ে মুখ প্রতিক্রিয়া দিয়েছেন শাহিন আফ্রিদি।

Advertisement

সুপার ফোরের ম্যাচের পর ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন শুনে সূর্যর সটান জবাব দিয়েছিলেন, “আপনারা আর এই চিরপ্রতিদ্বন্দ্বী শব্দটা ব্যবহার করবেন না, প্লিজ। কোনও দলের সময় ভালো নাও যেতে পারে। কিন্তু আমরা মতে, যদি দু’টো দল ১৫-২০টা ম্যাচে মুখোমুখি হয় এবং ফলাফল ৭-৭ বা ৮-৭ হয়, তখন তাকে প্রতিদ্বন্দ্বিতা বলা যেতে পারে। ১৩-০, ১০-১ – ঠিক জানা নেই তফাত এখন ঠিক কত। তবে এই ম্যাচটা আর রাইভ্যালরি নয়।”

এই প্রসঙ্গে পাক পেসার শাহিন আফ্রিদির জবাব, ফাইনালে দেখা হলে এর জবাব পেয়ে যাবে ভারত। সাংবাদিক সম্মেলনে পাক পেসার বলেন, “যা খুশি বলুক। ওর নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। এই মুহূর্তে কিন্তু ওরা বা আমরা, কোনও দলই ফাইনালে উঠতে পারিনি। আমরা ফাইনালে উঠলে আশা করি তখনই এর উত্তর পাবে। এখানে এশিয়া কাপে জিততে এসেছি। সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।”

ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে শুরুর দিকে বেশ দাপট নিয়ে খেলছিল পাকিস্তান। তবে চাপে পড়েনি টিম ইন্ডিয়া। পাকিস্তানের দেওয়া ১৭২ রানের লক্ষ্য ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলে নেয় ভারত। এখন দেখার, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আগামী রবিবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হয় কি না। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ২৮ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন শাহিন আফ্রিদি। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ