Advertisement
Advertisement
Shaheen Afridi

মাঠে বারবার ‘ভারতবিদ্বেষী’ আচরণ! রউফ-ফারহানদের ঢাল হয়ে পালটা তোপ শাহিনের

নিজের সেলিব্রেশন নিয়ে মোটেও অনুতপ্ত নন ফারহান।

Shaheen Afridi speaks on celebration controversy of Pakistan
Published by: Anwesha Adhikary
  • Posted:September 24, 2025 4:28 pm
  • Updated:September 24, 2025 4:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে পাকিস্তানের আক্রমণে ভারতের ৬টি যুদ্ধবিমান গুঁড়িয়ে গিয়েছে! এমন ‘ভিত্তিহীন’ দাবিকে ঘিরেই মাঠে নেমে সেলিব্রেশন করেছিলেন পাক পেসার হ্যারিস রউফ। এবার সতীর্থের আচরণ নিয়ে মুখ খুললেন শাহিন আফ্রিদি। তাঁর মতে, মাঠে নেমে নিজের আবেগ তুলে ধরার অধিকার রয়েছে প্রত্যেকেরই। প্রশ্ন উঠছে, নিজের আবেগ প্রকাশের স্বাধীনতার নামে বিতর্কিত অঙ্গভঙ্গি করা যায় কি?

Advertisement

গত রবিবার ভারত-পাক ম্যাচে রউফ যে সেলিব্রেশন করেছেন, তার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ম্যাচ চলাকালীন হ্যারিস রউফ ইশারা করেন, উড়তে উড়তে আচমকাই ভেঙে পড়ছে যুদ্ধবিমান। তারপর হাতের ছয় আঙুল দেখান। আসলে অপারেশন সিঁদুরের সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের কোনও প্রমাণও মেলেনি। নেটিজেনদের মতে, এই সেলিব্রেশন ‘ভারতবিদ্বেষী’।

কেবল রউফ নন, পাক ওপেনার সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন নিয়েও বিতর্ক বেঁধেছে। সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন ফারহান। তারপর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ নয়, গুলি চালানোর ভঙ্গি করেন পাক ব্যাটার! ক্রিকেট মাঠে সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলেন পাক ব্যাটার ফারহান, এমনটাই বলছে নেটদুনিয়া। যদিও নিজের সেলিব্রেশন নিয়ে মোটেও অনুতপ্ত নন ফারহান।

সতীর্থদের এমন বিতর্কিত আচরণ নিয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয় শাহিনকে। জবাবে পাক পেসার বলেন, “আমাদের কাজ ক্রিকেট খেলা। তবে প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। মাঠে নিজেকে প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। তবে আমরা এশিয়া কাপ জিততে এসেছি। দল হিসাবে আমরা নিজেদের সেরাটা দিচ্ছি।” পাকিস্তান ফাইনালে উঠবে বলেও আশাবাদী শাহিন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ