সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে মার খেয়েও শিক্ষা হয়নি পাকিস্তানের। নিজের আনন্দেই মত্ত তারা। এমনকী ‘বিজয় মিছিল’ও বের হয়েছিল করাচিতে। আর সেই মিছিলের প্রধান মুখ ছিলেন প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এবার তাঁকে দেখা গেল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে। শুধু দেখা হলে তবু একরকম ব্যাপার ছিল। রীতিমতো জাপটে ধরে তাঁকে চুমু খেলেন আফ্রিদি। যদিও কী জন্য এত আনন্দ, তা জানা যাচ্ছে না।
অপারেশন সিঁদুরে ভারতের হেরেও লজ্জা নেই পাকিস্তানের। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই লজ্জার মাথা খেয়ে ভারতকে আক্রমণ করেছেন আফ্রিদি। ভারতের বিরুদ্ধে উসকানিমূলক ভাষণ দিয়েছেন। আবার কখনও পায়ে পায়ে ঝামেলা বাঁধিয়েছেন শিখর ধাওয়ানের সঙ্গে। এর মধ্যে ‘যুদ্ধজয়ের আনন্দে’ করাচিতে বিজয় মিছিল বেরিয়েছে। পাকিস্তানের পতাকা লাগিয়ে দিব্যি গাড়ি করে ঘুরেছেন শাহিদ আফ্রিদি।
এবার পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে তাঁর ভিডিও ভাইরাল। সেখানে উপস্থিত ছিলেন আরেক প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারও। তবে আফ্রিদির মতো এত উচ্ছ্বাস দেখাননি। সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে জড়িয়ে ধরেন। অন্যদিকে আফ্রিদি যেন আনন্দে কার্যত আত্মহারা। আসিম মুনিরকে শুধু জড়িয়েই ধরেননি। গালে দীর্ঘ চুমুও খান। তবে কী জন্য এই জমায়েত সেটা জানা যায়নি।
যদিও নেটিজেনরা কার্যত ‘সাবধান’ করছেন শাহিদ আফ্রিদিকে। অনেকে মনে করিয়ে দিচ্ছেন, রাজনীতিবিদ বা সেনাবাহিনীর সঙ্গে এত মেলামেশার ফল কী হতে পারে। আর যেখানে ভারতবিরোধিতায় সক্রিয় হয়ে উঠেছেন, তাতে অনেকেই মনে করছেন, হয়তো আফ্রিদির রাজনীতিতে পা রাখা সময়ের অপেক্ষা। কিন্তু সেক্ষেত্রে নেটিজেনরা মনে করিয়ে দিচ্ছেন ইমরান খানের কথা। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী দু’বছর আগে মে মাসেই গ্রেপ্তার হয়েছিলেন।
We got Shahid Afridi and Shoaib Akhtar kissing & hugging munir before GTA 6
— OsintTV 📺 (@OsintTV)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.