Advertisement
Advertisement
Shahid Afridi

‘ওকে রান করতে কে বলেছে?’ জামাই আফ্রিদিকে তোপ শ্বশুর আফ্রিদির

পাকিস্তানের ক্রিকেট পরিকাঠামোকে 'তৃতীয় শ্রেণির' বলছেন শাহিদ আফ্রিদি।

Shahid Afridi Slams Son-In-Law Shaheen, Says "Don't Want Your Runs"
Published by: Arpan Das
  • Posted:September 16, 2025 2:38 pm
  • Updated:September 16, 2025 2:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটাররা কি জানেন, তাঁদের কোন ভূমিকায় খেলানো হচ্ছে? কারণ, যাঁর উইকেট তোলার কথা, তিনি ছক্কা হাঁকাচ্ছেন। আর যাঁর রান করার কথা, তিনি উইকেট তুলছেন। ক্রিকেটভক্তরা বিভ্রান্ত! একই ভাবে জামাই শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে রীতিমতো অসন্তুষ্ট শ্বশুর শাহিদ আফ্রিদি।

Advertisement

এশিয়া কাপের মহারণে ভারতীয় স্পিনারদের সামনে একের পর এক উইকেট খোয়ায় পাকিস্তান। হার্দিক পাণ্ডিয়ার বলে রানের খাতা না খুলেই আউট হন সাইম আয়ুব। একসময় মনে হচ্ছিল একশোর আগেই গুটিয়ে যাবে পাকিস্তান। সেটা হল না নেহাত শাহিন আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের দৌলতে। তিনি চারটি ছক্কা হাঁকান। কিন্তু উইকেট পাননি। ফর্মে ফেরার চেষ্টা করা শাহিন আফ্রিদিকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেন অভিষেক শর্মা। অন্যদিকে ব্যাটার সাইম আয়ুব তিনটি উইকেট তোলেন।

সব মিলিয়ে যেন ভূমিকা অদলবদল হয়ে গিয়েছে পাক দলে। যা নিয়ে শাহিদ আফ্রিদি বলছেন, “শাহিন রান করল বলে ১০০-র গণ্ডি পেরিয়েছে। কিন্তু শাহিনকে কি রান করতে হবে? আমি ওর থেকে রান চাই না। আমি চাই শাহিন ভালো বল করুক। একই ভাবে সাইম বল করার বদলে রান করুক। শাহিনকে বুঝতে হবে, ওর কাজ বল সুইং করানো। কীভাবে উইকেট তুলতে হবে, সেটা ঠিক করুক। নিজের বোলিং পরিকল্পনা নিয়ে সাবধান হোক।”

কীভাবে? আফ্রিদির বক্তব্য, “শাহিনকে শুরুতে উইকেট তুলতে হলে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে হবে। আমি চাই ও পাকিস্তানকে বল করে জেতাক।” শ্বশুর আফ্রিদির পরামর্শ কি অনুসরণ করবেন জামাই আফ্রিদি? এখানেই শেষ নয়। নিজের দেশের ক্রিকেট পরিকাঠামোকে ‘তৃতীয় শ্রেণির’ বলে তোপ দাগছেন আফ্রিদি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ