ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে ফখর জামানের আউট নিয়ে বিতর্ক চলছেই। তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর মতে, ইচ্ছাকৃতভাবে ফখরকে আউট দিয়েছেন আম্পায়ার। ভারতের প্রতি পক্ষপাতিত্ব না করলে আইপিএলে আম্পায়ারিং করার সুযোগ পাবেন না, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়ার, এমনটাই তোপ আফ্রিদির।
ভারতবিরোধী মন্তব্য করাটা যেন আফ্রিদির দৈনন্দিন রুটিনে দাঁড়িয়ে গিয়েছে। পহেলগাঁও হামলার সময় থেকেই লাগাতার বিষোদ্গার করে চলেছেন তিনি। সেই আগুনে ঘি ঢালার কাজ করেছে রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচ। ওই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। হাফসেঞ্চুরি করে বন্দুক চালানোর ভঙ্গিতে সেলিব্রেশন করেছেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। পালটা ভালোবাসা ছুড়ে দিয়েছেন ভারতের অর্ধশতরানকারী অভিষেক শর্মা। মাঠের মধ্যেও উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে দুই দলের মধ্যে।
তবে ম্যাচের পর থেকেই প্রশ্ন উঠছে ফখর জামানের আউট নিয়ে। আগ্রাসী ভঙ্গিতে ইনিংস শুরু করেছিলেন তিনি। কিন্তু তৃতীয় ওভারে হার্দিকের পাণ্ডিয়ার ডেলিভারি তাঁর ব্যাটের কাণা ছুঁয়ে উইকেটকিপারের কাছে চলে যায়। বল আদৌ সঞ্জু স্যামসনের দস্তানা পর্যন্ত পৌঁছেছিল নাকি তার আগেই পড়ে গিয়েছে, সেই নিয়ে বিতর্ক। ক্যামেরার একটি অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে, বল ক্যারি হয়েছে। সেই দেখেই আম্পায়ার ফখরকে আউট দেন।
সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন আফ্রিদি। চাঁচাছোলা ভাষায় তাঁর আক্রমণ, “ওঁকে তো আইপিএলেও আম্পায়ারিং করতে হবে।” তাই ভুলভাবে ফখরকে আউট দিয়েছেন। পাক ওপেনারের আউট নিয়ে অসন্তুষ্ট পাকিস্তানের অন্যান্য প্রাক্তনীরাও। ইতিমধ্যেই ওই বিতর্কিত আউট নিয়ে প্রশ্ন তুলে ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের ইমেল করেছেন পাক দলের ম্যানেজার নাভেদ আক্রম চিমা। তাদের অভিযোগ, ভারতের প্রতি পক্ষপাতিত্ব করেছেন আম্পায়ার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.